ব্রেকিং নিউজঃ
সিকৃবির ভিসি পদে প্রফেসর ড. আলিমুল ইসলামের যোগদান

মো.মুহিবুর রহমান, সিলেট
- Update Time : ০৫:৪৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
- / ৭৫ Time View
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) সপ্তম ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে মাইক্রোবায়োলজিস্ট ও ভাইরোলজিস্ট প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম যোগদান করেছেন।
রোববার (২০ অক্টোবর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। সম্প্রতি রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০(১) ধারা অনুযায়ী প্রফেসর ড. আলিমুল ইসলামকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয় ।
ড. ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিও লাভ করেন।
এরপর জাপানের নাগাসাকির ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেডিসিন থেকে পোস্ট ডক্টরেট করেন।যোগদান করে তিনি সিকৃবিকে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।
নওরোজ/এসএইচ