ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সালমান শাহ ভক্তদের মানববন্ধন

বিনোদন ডেস্ক
  • Update Time : ০৫:২৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / ১৯ Time View

মানববন্ধন করেছেন সালমান শাহ ভক্তরা

সালমান শাহ হত্যা মামলার দ্রুত তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের দাবিত শনিবার মানববন্ধন করেছেন ভক্তরা। জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সালমান শাহ ভক্তরা জানান, দীর্ঘ ২৯ বছর পরে আত্মহত্যার দায় থেকে মুক্ত হয়েছেন সালমান শাহ। তবে এখনো কিছু অনিশ্চয়তা রয়ে গেছে।

ভক্ত সাজিদ কামাল বলেন, সালমান শাহর খুনকে দীর্ঘদিন ধরে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে আত্মহত্যা বলে চালিয়ে আসছিল। আসামিরা কখনও সত্য প্রকাশ করতে চায়নি, বরং তদন্তে বাধা দিয়েছে। অবশেষে ২০ অক্টোবর আদালত মামলাটিকে হত্যা মামলা হিসেবে ঘোষণা দিয়ে রমনা থানাকে তদন্তের দায়িত্ব দেন। আদালত আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিলেও এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।

তিনি বলেন, এ অবস্থায় আমরা ভক্তরা আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে একটি শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছি। আমরা চাই সালমান শাহ হত্যা মামলার নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচারকার্য অতি দ্রুত সম্পন্ন করা হোক। পূর্বের ন্যায় আসামিরা যেন অদৃশ্য ক্ষমতাবলে পার পেয়ে না যায়।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। এরপর থানা-পুলিশ, সিআইডি, র‍্যাব, পিবিআইসহ একাধিক সংস্থা তদন্ত চালায়। সব প্রতিবেদনে ঘটনাটিকে আত্মহত্যা বলা হলেও সালমানের পরিবারের আপত্তিতে প্রতিবারই তদন্ত সংস্থা পরিবর্তন করা হয়।

মাত্র ২৫ বছরের জীবনে সালমান শাহ ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন, যেগুলোর প্রায় সব কটিই ছিল বাণিজ্যিকভাবে সফল। নব্বইয়ের দশকে রোমান্টিক হিরোর নতুন ধারা শুরু হয় তাঁর হাত ধরে। তাঁর অভিনীত জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘অন্তরে অন্তরে’, ‘বিক্ষোভ’, ‘চাওয়া থেকে পাওয়া’ ও ‘প্রেমযুদ্ধ’।

Please Share This Post in Your Social Media

সালমান শাহ ভক্তদের মানববন্ধন

বিনোদন ডেস্ক
Update Time : ০৫:২৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

সালমান শাহ হত্যা মামলার দ্রুত তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের দাবিত শনিবার মানববন্ধন করেছেন ভক্তরা। জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সালমান শাহ ভক্তরা জানান, দীর্ঘ ২৯ বছর পরে আত্মহত্যার দায় থেকে মুক্ত হয়েছেন সালমান শাহ। তবে এখনো কিছু অনিশ্চয়তা রয়ে গেছে।

ভক্ত সাজিদ কামাল বলেন, সালমান শাহর খুনকে দীর্ঘদিন ধরে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে আত্মহত্যা বলে চালিয়ে আসছিল। আসামিরা কখনও সত্য প্রকাশ করতে চায়নি, বরং তদন্তে বাধা দিয়েছে। অবশেষে ২০ অক্টোবর আদালত মামলাটিকে হত্যা মামলা হিসেবে ঘোষণা দিয়ে রমনা থানাকে তদন্তের দায়িত্ব দেন। আদালত আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিলেও এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।

তিনি বলেন, এ অবস্থায় আমরা ভক্তরা আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে একটি শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছি। আমরা চাই সালমান শাহ হত্যা মামলার নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচারকার্য অতি দ্রুত সম্পন্ন করা হোক। পূর্বের ন্যায় আসামিরা যেন অদৃশ্য ক্ষমতাবলে পার পেয়ে না যায়।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। এরপর থানা-পুলিশ, সিআইডি, র‍্যাব, পিবিআইসহ একাধিক সংস্থা তদন্ত চালায়। সব প্রতিবেদনে ঘটনাটিকে আত্মহত্যা বলা হলেও সালমানের পরিবারের আপত্তিতে প্রতিবারই তদন্ত সংস্থা পরিবর্তন করা হয়।

মাত্র ২৫ বছরের জীবনে সালমান শাহ ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন, যেগুলোর প্রায় সব কটিই ছিল বাণিজ্যিকভাবে সফল। নব্বইয়ের দশকে রোমান্টিক হিরোর নতুন ধারা শুরু হয় তাঁর হাত ধরে। তাঁর অভিনীত জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘অন্তরে অন্তরে’, ‘বিক্ষোভ’, ‘চাওয়া থেকে পাওয়া’ ও ‘প্রেমযুদ্ধ’।