ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সালমান শাহকে স্মরণ করে যা বললেন শাকিব খান

বিনোদন ডেস্ক
  • Update Time : ১২:৫৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • / ২০০৫ Time View

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, মাত্র ২৪ বছর বয়সে চিরবিদায় নেন বাংলা সিনেমার অমর নায়ক সালমান শাহ। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) তার ২৯তম মৃত্যুবার্ষিকী। এই দিনে তাকে স্মরণ করছেন অসংখ্য ভক্ত ও চলচ্চিত্রপ্রেমীরা।

শুধু ভক্তরাই নন, ঢালিউডের বর্তমান শীর্ষ নায়ক শাকিব খানও সালমান শাহকে স্মরণ করেছেন শ্রদ্ধাভরে। শনিবার দুপুরে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস-এর একটি ফটোকার্ড ফেসবুকে শেয়ার করেন তিনি। কোলাজে সাজানো ছিল সালমান শাহের তিনটি ছবি, তাতে লেখা— ‘স্মরণে অমর নায়ক সালমান শাহ।’

পোস্টের ক্যাপশনে শাকিব লিখেছেন, ‘যেখানেই থাকুন, আপনার আত্মার শান্তি কামনা করছি।’

শাকিবের এ পোস্ট দেখে ভক্তরা আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকে সালমান শাহ ও শাকিব খান— দুই তারকার প্রতিই ভালোবাসা প্রকাশ করেন। একজন মন্তব্য করেন, ‘প্রতিটা ভক্তের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন প্রিয় অমর নায়ক সালমান শাহ।’

উল্লেখ্য, সালমান শাহের অকাল মৃত্যু ঢালিউডে এক অপূরণীয় শূন্যতা তৈরি করে। তার মৃত্যু ঘিরে শুরু থেকেই ধোঁয়াশা রয়ে গেছে— কেউ মনে করেন আত্মহত্যা, আবার কারও দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এখনো সেই রহস্য উন্মোচিত হয়নি।

তবুও তার স্টাইল আজও দর্শকের মনে গেঁথে আছে। মাথায় ব্যান্ডানা, চোখে সানগ্লাস, বাইক চালানো, ঘন কালো চুল আর মায়াবী হাসি— এইসব দিয়েই সালমান শাহ হয়ে উঠেছিলেন তারুণ্যের প্রতীক ও ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক।

Please Share This Post in Your Social Media

সালমান শাহকে স্মরণ করে যা বললেন শাকিব খান

বিনোদন ডেস্ক
Update Time : ১২:৫৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, মাত্র ২৪ বছর বয়সে চিরবিদায় নেন বাংলা সিনেমার অমর নায়ক সালমান শাহ। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) তার ২৯তম মৃত্যুবার্ষিকী। এই দিনে তাকে স্মরণ করছেন অসংখ্য ভক্ত ও চলচ্চিত্রপ্রেমীরা।

শুধু ভক্তরাই নন, ঢালিউডের বর্তমান শীর্ষ নায়ক শাকিব খানও সালমান শাহকে স্মরণ করেছেন শ্রদ্ধাভরে। শনিবার দুপুরে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস-এর একটি ফটোকার্ড ফেসবুকে শেয়ার করেন তিনি। কোলাজে সাজানো ছিল সালমান শাহের তিনটি ছবি, তাতে লেখা— ‘স্মরণে অমর নায়ক সালমান শাহ।’

পোস্টের ক্যাপশনে শাকিব লিখেছেন, ‘যেখানেই থাকুন, আপনার আত্মার শান্তি কামনা করছি।’

শাকিবের এ পোস্ট দেখে ভক্তরা আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকে সালমান শাহ ও শাকিব খান— দুই তারকার প্রতিই ভালোবাসা প্রকাশ করেন। একজন মন্তব্য করেন, ‘প্রতিটা ভক্তের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন প্রিয় অমর নায়ক সালমান শাহ।’

উল্লেখ্য, সালমান শাহের অকাল মৃত্যু ঢালিউডে এক অপূরণীয় শূন্যতা তৈরি করে। তার মৃত্যু ঘিরে শুরু থেকেই ধোঁয়াশা রয়ে গেছে— কেউ মনে করেন আত্মহত্যা, আবার কারও দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এখনো সেই রহস্য উন্মোচিত হয়নি।

তবুও তার স্টাইল আজও দর্শকের মনে গেঁথে আছে। মাথায় ব্যান্ডানা, চোখে সানগ্লাস, বাইক চালানো, ঘন কালো চুল আর মায়াবী হাসি— এইসব দিয়েই সালমান শাহ হয়ে উঠেছিলেন তারুণ্যের প্রতীক ও ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক।