সালমান খান গুণ্ডা, অভিনয়ে উদাসীন!

- Update Time : ১০:২৪:০৯ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / ৫২ Time View
দাবাং চলচ্চিত্রের পরিচালক অভিনব কাশ্যপ সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলিউড সুপারস্টার সালমান খান ও তাঁর পরিবারের বিরুদ্ধে কঠোর মন্তব্য করেছেন। তিনি জানান, সালমান কেবলই একটি ‘গুণ্ডা’ নয়, বরং অভিনয়ের প্রতিও উদাসীন এবং তাঁর পরিবার প্রতিহিংসাপরায়ন।
সালমান খানের হাত কারও মাথায় থাকলে বলিউডে তার ক্যারিয়ার মেলে, আর বিরাগভাজন হলে টিকে থাকা কঠিন— এমনই নাকি শোনা যায়। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ‘দাবাং’ ছবির পরিচালক অভিনব কাশ্যপ সালমান খান ও তার পরিবারের বিরুদ্ধে স্বজনপোষণ ও ক্যারিয়ার ধ্বংসের অভিযোগ তোলেন। এবারও সালমানকে নিয়ে ফের এক বিস্ফোরক মন্তব্য করলেন এই পরিচালক।
‘দাবাং’ সিনেমার সময় থেকেই নাকি পরিচালকের সঙ্গে দুর্ব্যবহার করতেন সালমান খান; অভিনয়েও নাকি মন ছিল না তার— এমনই অভিযোগ পরিচালকের।
এছাড়াও সব সময় তারকাসুলভ হাবভাব নিয়ে চলতেন ভাইজান। অভিনব এও দাবি করে বসেন, সালমানের ব্যবহার নাকি একেবারে ‘গুন্ডা-মস্তান’দের মতো।শুধু সালমান নন, তার পুরো পরিবারও নাকি বাড়িতে বসে ইন্ডাস্ট্রি চালান, এমন দাবিও করেন।
অভিনবের কথায়, ‘ওদের পুরো পরিবার প্রতিহিংসাপরায়ণ। আমি তাদের কথা না শুনলে তারা টিকতে দেবেন না। ‘দাবাং’ করার আগে বুঝিনি যে সালমান খান এতটা নোংরা মানুষ।’
অভিনব কাশ্যপ বলেন, “বলিউডে অনেক প্রতিভাধর ব্যক্তি আছেন, কিন্তু কিছু পরিবার বা তারকা নিজের ক্ষমতা বজায় রাখার জন্য তাদের পথচলাকে সংকুচিত করে দেয়। আমি ব্যক্তিগতভাবে সেই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি।”
এই মন্তব্যে তিনি মূলত বলিউডের অভ্যন্তরীণ রাজনীতি ও তারকা ব্যবস্থার সমস্যাগুলো সামনে এনেছেন।
কাশ্যপের ভাষ্যে, সালমান খান ও তাঁর পরিবারের এই প্রক্রিয়া অনেক প্রতিভাকে সুযোগ থেকে বঞ্চিত করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মন্তব্য ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। দর্শক ও ভক্তরাও দুই ভাগে বিভক্ত হয়েছেন—কেউ কাশ্যপকে সমর্থন জানাচ্ছেন, আবার কেউ মন্তব্যটি বিতর্কিত মনে করছেন।
তবে, বিগ বস মঞ্চে দাঁড়িয়ে নিজের সম্পর্কে এ ধরণের মন্তব্যের কড়া জবাব দিয়েছেন সালমান। ‘আমাকে লাঞ্চিত করা হচ্ছে, যে আমি অনেকের ক্যারিয়ার ধ্বংস করেছি। কিন্তু সত্যি বলতে, এটা আমার হাতে নেই। আজকাল, এটা বলা একটা প্রবণতা হয়ে দাঁড়িয়েছে যে, আমি নাকি ক্যারিয়ার খাই। বলুন তো, আমি কার ক্যারিয়ার খেয়েছি? যদি আমি কখনও সেটা করিও তা হবে আমার নিজের ক্যারিয়ার।”
ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির এই দ্বন্দ্ব নতুন করে আলোচনায় এসেছে এবং বলিউডের তারকা ব্যবস্থার দুর্বল দিকগুলো সামনে এনেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়