ঢাকা ১১:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

সাম্য হত্যাকাণ্ডের প্রতিবাদে বাকৃবি ছাত্রদলের বিক্ষোভ

বাকৃবি প্রতিনিধি
  • Update Time : ১০:৫৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • / ৩ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় মূল ঘাতকসহ সব আসামিকে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদল।

রবিবার (১৮ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব, সদস্য সচিব মো. শফিকুল ইসলাম শফিকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তব্যে এ এম শোয়াইব বলেন, ‘কার স্বার্থে, কাকে আড়াল করতে সাম্যের খুনিকে এখনও সনাক্ত করতে পারছে না প্রশাসন? এটি দুঃখজনক ও প্রশ্নবিদ্ধ। আমরা অতি দ্রুত খুনিকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘বাকৃবিতে গঠিত তদন্ত কমিশনে ১০৮টি অভিযোগ জমা পড়েছে। কিন্তু এখন পর্যন্ত একটি অভিযোগেরও বিচার হয়নি। এই বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে ছাত্রদল দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত।

Please Share This Post in Your Social Media

সাম্য হত্যাকাণ্ডের প্রতিবাদে বাকৃবি ছাত্রদলের বিক্ষোভ

বাকৃবি প্রতিনিধি
Update Time : ১০:৫৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় মূল ঘাতকসহ সব আসামিকে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদল।

রবিবার (১৮ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব, সদস্য সচিব মো. শফিকুল ইসলাম শফিকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তব্যে এ এম শোয়াইব বলেন, ‘কার স্বার্থে, কাকে আড়াল করতে সাম্যের খুনিকে এখনও সনাক্ত করতে পারছে না প্রশাসন? এটি দুঃখজনক ও প্রশ্নবিদ্ধ। আমরা অতি দ্রুত খুনিকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘বাকৃবিতে গঠিত তদন্ত কমিশনে ১০৮টি অভিযোগ জমা পড়েছে। কিন্তু এখন পর্যন্ত একটি অভিযোগেরও বিচার হয়নি। এই বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে ছাত্রদল দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত।