সাভারে ডিবি পরিচয়ে ডাকাতি

- Update Time : ০২:৩৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
- / ৩২ Time View
ঢাকার সাভারে ডিবি পুলিশ পরিচয়ে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এসময় ওই বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়ে গেছে।
শনিবার রাতে সাভারের আলমনগর সুগন্ধা হাউজিং সোসাইটির নাসির উদ্দিনের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতি হওয়া ওই বাড়ির সদস্যরা জানিয়েছেন, রাতে সাভারের আলমনগর সুগন্ধা হাউজিং সোসাইটির ৬ নম্বর বাড়ির ৩য় তলার নাসির উদ্দিনের ফ্ল্যাটে ডিবি পুলিশ পরিচয়ে প্রবেশ করে ১০ থেকে ১২ জন ডাকাত। এরপর অস্ত্রের মুখে সবাইকে হাত-পা বেঁধে মারধর করে পাশের কক্ষে আটকে রাখে। পরে আলমারি ভেঙে প্রায় ৬ ভরি স্বর্ণ, ১২ ভরি রুপা ও নগদ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা। ডাকাতরা চলে গেলে চিৎকারে আশপাশের লোকজন এসে ভুক্তভোগীদের উদ্ধার করে।
এই ঘটনায় স্থানীয়রা অভিযোগ করে বলেন, সম্প্রতি সাভার এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি ও ছিনতাইয়ের কয়েকটি ঘটনা ঘটেছে। কিন্তু শনিবার রাতের এই ডাকাতি তাদের মধ্যে নতুন আতঙ্ক তৈরি করেছে। তারা মনে করছেন,এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে সাধারণ মানুষের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে।
ডাকাতির ঘটনার পর থেকে পুরো আলমনগর ও আশপাশের এলাকায় আতঙ্কের ছায়া নেমে এসেছে।
ইতোমধ্যে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ডাকাতদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধীদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানিয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়