সাভারে জাতীয় নাগরিক কমিটির “আপনার চোখে নতুন বাংলাদেশ” শীর্ষক ক্যাম্পেইন

- Update Time : ০১:৪৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
- / ৬৬ Time View
ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষে সাভারে জাতীয় নাগরিক কমিটির “আপনার চোখে নতুন বাংলাদেশ” শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারী) বিকালে জাতীয় নাগরিক কমিটি সাভার উপজেলার উদ্যোগে পৌরসভার ১নং ওয়ার্ড এ অসহায় বেদে, দুস্ত, ভ্যান-চালকদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
এসময় জাতীয় নাগরিক কমিটির সাভার উপজেলার প্রতিনিধি সেঁজুতি হোসাইনের নিজ অর্থায়নে ৫০টি কম্বল অসহায় বেদে, দুস্ত, ভ্যান-চালকদের মাঝে বিতরণ করেন।
তিনি বলেন,নতুন রাজনৈতিক দলের কাছ থেকে জনগণ কী প্রত্যাশা করে সে সম্পর্কে সক্রিয়ভাবে জনসাধারণের মতামত সংগ্রহ করতে এবং দেশের ভবিষ্যতের জন্য এটিকে অবশ্যই গ্রহণ করতে হবে এমন মূল অগ্রাধিকারগুলি নির্ধারণ করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি দেশব্যাপী জনমত গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে তারই ধারাবাহিকতায় আজ সাভারের ১নং ওয়ার্ডে বসবাসরত সুবিধা বঞ্চিত মানুষের মাঝে আমার এই ক্ষুদ্র উদ্যোগের আয়োজন করি।
তিনি আরও বলেন,‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ স্লোগানের আওতায় পরামর্শমূলক উদ্যোগের লক্ষ্যেই আমাদের আজকের এই জনমত জরিপ ক্যাম্পেইন। ডিজিটাল গুগল ফর্ম এবং অফলাইন উভয় ক্ষেত্রেই অংশগ্রহণের সমান সুযোগ রয়েছে যাদের ইন্টারনেট অ্যাক্সেস নেই তাদের জন্য ফর্ম সরাসরি পূরণ করার জন্য আমাদের এই আয়োজন। অন্যদিকে প্রযুক্তি-নির্ভর জনগোষ্ঠীর কাছে ডিজিটাল ফর্মগুলি হোয়াটসঅ্যাপ এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমেও আমরা পৌছে দিচ্ছি জাতীয় নাগরিক কমিটি।
সাভার উপজেলা প্রতিনিধি সেঁজুতি হোসাইন বলেন, রিকশাচালক, দোকানদার, দিনমজুর, গৃহকর্মী, শিক্ষক, ঝাড়ুদার এবং সর্বস্তরের মানুষের সঙ্গে যুক্ত হয়ে নতুন রাজনৈতিক দলের ভবিষ্যতের দিকনির্দেশনার বিষয়ে তাদের মতামত চাওয়া আমাদের আজকের এই কর্মসূচির লক্ষ্য।
এসময় আর-ও উপস্থিত ছিলেন,জাতীয় নাগরিক কমিটির সাভার উপজেলার প্রতিনিধি শেখ ফরিদ,শানু রাজবংশী, সাহেরুল ইসলাম, এমদাদুল হক,আব্দল্লাহ রেজা,তামীম আজহার সহ অনেকই।