ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক সচিব ইসমাইল হোসেন দুই দিনের রিমান্ডে

নওরোজ ডেস্ক
  • Update Time : ০৬:১০:১০ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • / ৯৩ Time View

বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) ১১তম ব্যাচের সদস্য এবং সাবেক সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (২১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. তারেক জুবায়ের এ তথ্য জানান।

এ সময় সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহাঙ্গীর আলম ইসমাইল হোসেনের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডের যৌক্তিকতায় বলা হয়, বিগত সরকারের অবৈধ কাজে সহায়তা, দুর্নীতি ও অনিয়মের বিষয়ে তথ্য গ্রহণ, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কার্যক্রম করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রকারীদের সক্রিয় সদস্যসহ মূল হোতাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা ও আসামি কৌশলে বিদেশে গমন করার বিষয়ে নিবিড় জিজ্ঞেসাবাদ প্রয়োজন। এছাড়াও মামলার এজহারে বলা হয়, সাবেক এই সচিব ব্যাপক দুর্নীতি ও আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত।

এর আগে শুক্রবার (২০ ডিসেম্বর) সাবেক এই সচিবকে গ্রেপ্তার করে ডিএমপির বিমানবন্দর থানা পুলিশ। মো. ইসমাইল হোসেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) ১১তম ব্যাচের সদস্য।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

সাবেক সচিব ইসমাইল হোসেন দুই দিনের রিমান্ডে

নওরোজ ডেস্ক
Update Time : ০৬:১০:১০ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) ১১তম ব্যাচের সদস্য এবং সাবেক সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (২১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. তারেক জুবায়ের এ তথ্য জানান।

এ সময় সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহাঙ্গীর আলম ইসমাইল হোসেনের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডের যৌক্তিকতায় বলা হয়, বিগত সরকারের অবৈধ কাজে সহায়তা, দুর্নীতি ও অনিয়মের বিষয়ে তথ্য গ্রহণ, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কার্যক্রম করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রকারীদের সক্রিয় সদস্যসহ মূল হোতাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা ও আসামি কৌশলে বিদেশে গমন করার বিষয়ে নিবিড় জিজ্ঞেসাবাদ প্রয়োজন। এছাড়াও মামলার এজহারে বলা হয়, সাবেক এই সচিব ব্যাপক দুর্নীতি ও আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত।

এর আগে শুক্রবার (২০ ডিসেম্বর) সাবেক এই সচিবকে গ্রেপ্তার করে ডিএমপির বিমানবন্দর থানা পুলিশ। মো. ইসমাইল হোসেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) ১১তম ব্যাচের সদস্য।

নওরোজ/এসএইচ