সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান গ্রেপ্তার

- Update Time : ০১:৫২:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
- / ১৩৬ Time View
সহিংসতা ও বিস্ফোরক দ্রব্যের তিন মামলায় খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান মোড়লকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (১৬ অক্টোবর) ভোর রাতে পটুয়াখালী জেলার মহিপুর এলাকা থেকে র্যাব-৬ ও র্যাব-৮ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সহিংসতা ও বিস্ফোরক দ্রব্যের ৩ মামলায় এজাহারভুক্ত আসামি খুলনা ৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান মোড়লকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার ভোরে পটুয়াখালী জেলার মহিপুর এলাকা থেকে র্যাব ৬ ও র্যাব ৮ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গণ আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর তিন দিন পর ৮ অগাস্ট মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠনের পর একে একে গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা।
নওরোজ/এসএইচ