ব্রেকিং নিউজঃ
সাবেক প্রতিমন্ত্রী শহীদুজ্জামান কারাগারে

নওরোজ ডেস্ক
- Update Time : ০৬:৫৫:০৬ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
- / ১৪৮ Time View
বিএনপি কর্মী মকবুলকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহিদুজ্জামান সরকারের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (৪ নভেম্বর) চারদিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
অপরদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে ৩০ অক্টোবর রাতে ঢাকার উত্তরা এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন এ মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
নওরোজ/এসএইচ
Tag :
আদালত কারাগার জামিন নামঞ্জুর বিএনপি মামলা মো. শহিদুজ্জামান সরকার রিমান্ড সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী হত্যা