সাবেক দুই এমপি ফয়জুর রহমান ও নুসরাত বুবলী গ্রেপ্তার

- Update Time : ০৩:০৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
- / ৪১৯ Time View
সন্ত্রাস দমন আইনের মামলায় আওয়ামী লীগের সাবেক দুই এমপিসহ ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদল ও অন্যজন সংরক্ষিত সাবেক নারী এমপি তামান্না নুসরাত বুবলী।রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ।
তবে কোথা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে ডিবি থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
উপকমিশনার তালেবুর রহমান বলেন, ফয়জুর রহমান এবং তামান্না নুসরাত বুবলীর গ্রেপ্তারের বিষয়ে পরে বিস্তারিত জানানো হয়।
গত বছর ৫ আগস্টে সরকার পতনের পর থেকে সাবেক মন্ত্রী-এমপি, পুলিশ কর্মকর্তাসহ প্রভাবশালী ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। এরপর তাদের জুলাই আন্দোলন ঘিরে হত্যা, হত্যাচেষ্টার অভিযোগে বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।