ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ প্রতিনিধি
  • Update Time : ০৬:৪২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • / ৬৬ Time View

জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য প্রয়াত আখতার হামিদ সিদ্দিকী নান্নুর অষ্টম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে তার ছেলে গত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও আগামী নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী পারভেজ আরেফিন সিদ্দিকী জনি সমর্থক ও সর্বস্তরের জনতার আয়োজনে ধর্মীয় ভাবগাম্বীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে এ উপলক্ষে মরহুমের নির্বাচনী এলাকা নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) এলকায় বিস্তারিত কর্মসূচি পালন করা হয়।

বিকেলে মহাদেবপুর উপজেলা সদরের কলেজ মাঠ থেকে পাঁচ শতাধিক মোটরসাইলের শোভাযাত্রা সহকারে সহস্রাধিক বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ১৮ কিলোমিটার দূরে বদলগাছী উপজেলা সদরের ছোট যমুনা নদীর তীরের মাঠে গিয়ে দোওয়া মাহফিলে যোগ দেয়। সেখানে মরহুমের জীবনী আলোচনা, মিলাদ মাহফিল, দোওয়া খায়ের ও তবারক বিতরণ করা হয়।

বক্তারা বলেন, মরহুম আখতার হামিদ সিদ্দিকী নান্নু ১৯৯০ থেকে পর পর চার বার এই আসন থেকে এমপি নির্বাচিত হন। ২০০১ সালে তিনি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হন। এসময় তিনি কিছুদিন ভারপ্রাপ্ত স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিরও দায়িত্ব পালন করেন। তার জীবদ্দশায় তিনি মহাদেবপুর ও বদলগাছী এলাকার প্রভূত উন্নয়ন সাধন করেন। এজন্য তিনি ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন। তিনি এই দুই উপজেলায় বহুল কাঙ্খিত আত্রাই নদী ও ছোট যমনা নদীর উপর বেইলী ব্রিজ নির্মাণ, গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছানো, প্রতিটি বিদ্যালয় ভবন পাকাকরণ, প্রায় প্রতিটি রাস্তা পাকাকরণ, উপজেলা সদরে ডবলওয় নির্মাণ প্রভৃতি উন্নয়ন কর্মকান্ডের জন্য এখনও আপামর মেহনতি মানুষের নয়নের মনি হয়ে আছেন।

মিলাদ মাহফিলে ঢাকা থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মরহুমের বড় ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি। এসময় মরহুমের ছোট ছেলে রেজাউন সিদ্দিকী তার সঙ্গে ছিলেন। জনি তার পিতা জীবদ্দশায় তার উন্নয়ন কর্মকান্ডের জন্য সাধারণ মানুষের যে ভালবাসা পেয়েছিলেন তার পরিবারের প্রতি সে ভালবাস অক্ষুন্ন রাখার অনুরোধ জানান ও তার পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

বদলগাছী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী বুলু এতে সভাপতিত্ব করেন। মহাদেবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইফতে খারুল আলম ইপুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার রহমান ইফতি, নওগাঁ জেলা যুবদলের সদস্য আলম খান, বদলগাছী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আখেরে রবিউল আউয়াল, যুগ্ম আহ্বায়ক মোস্তাবুর রহমান নিয়ন, সদস্য সচিব শিবলী নোমানী চৌধুরী, বদলগাছী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: মারজান, যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, সাবেক সভাপতি মামুনুর রশীদ মামুন, বদলগাছী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মনিরুল আহসান চৌধুরী শিহানুক, যুগ্ম আহ্বায়ক শিশির আহমেদ, বদলগাছী উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি রাজু ইসলাম প্রমুখ।

গত এক সপ্তাহ ধরে এই আসনে ধানের শীষের প্রাথমিক মনোনীত প্রার্থী বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুলের মনোনয়ন পরিবর্তন দাবি করে মহাদেবপুর উপজেলা বিএনপির দুইটি গ্রুপ সাবেক ডেপুটি স্পিকারের ছেলে উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির ১নং সদস্য পারভেজ আরেফিন সিদ্দিকী জনির নেতৃত্বাধীন নেতাকর্মী সমর্থক ও মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ রবিউল আলম বুলেটের নেতৃত্বাধীন উপজেলা বিএনপির নেতাকর্মীরা যৌথভাবে সমাবেশ, মশাল মিছিল, কাফনের কাপড় পড়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন প্রভৃতি কর্মসূচি পালন করে আসছে। এই পরিস্থিতিতে বিশাল মোটরসাইকেল সোডাউন এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। সোডাউন থেকে ‘‘জনি ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই” প্রভৃতি স্লোগান দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ প্রতিনিধি
Update Time : ০৬:৪২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য প্রয়াত আখতার হামিদ সিদ্দিকী নান্নুর অষ্টম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে তার ছেলে গত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও আগামী নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী পারভেজ আরেফিন সিদ্দিকী জনি সমর্থক ও সর্বস্তরের জনতার আয়োজনে ধর্মীয় ভাবগাম্বীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে এ উপলক্ষে মরহুমের নির্বাচনী এলাকা নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) এলকায় বিস্তারিত কর্মসূচি পালন করা হয়।

বিকেলে মহাদেবপুর উপজেলা সদরের কলেজ মাঠ থেকে পাঁচ শতাধিক মোটরসাইলের শোভাযাত্রা সহকারে সহস্রাধিক বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ১৮ কিলোমিটার দূরে বদলগাছী উপজেলা সদরের ছোট যমুনা নদীর তীরের মাঠে গিয়ে দোওয়া মাহফিলে যোগ দেয়। সেখানে মরহুমের জীবনী আলোচনা, মিলাদ মাহফিল, দোওয়া খায়ের ও তবারক বিতরণ করা হয়।

বক্তারা বলেন, মরহুম আখতার হামিদ সিদ্দিকী নান্নু ১৯৯০ থেকে পর পর চার বার এই আসন থেকে এমপি নির্বাচিত হন। ২০০১ সালে তিনি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হন। এসময় তিনি কিছুদিন ভারপ্রাপ্ত স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিরও দায়িত্ব পালন করেন। তার জীবদ্দশায় তিনি মহাদেবপুর ও বদলগাছী এলাকার প্রভূত উন্নয়ন সাধন করেন। এজন্য তিনি ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন। তিনি এই দুই উপজেলায় বহুল কাঙ্খিত আত্রাই নদী ও ছোট যমনা নদীর উপর বেইলী ব্রিজ নির্মাণ, গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছানো, প্রতিটি বিদ্যালয় ভবন পাকাকরণ, প্রায় প্রতিটি রাস্তা পাকাকরণ, উপজেলা সদরে ডবলওয় নির্মাণ প্রভৃতি উন্নয়ন কর্মকান্ডের জন্য এখনও আপামর মেহনতি মানুষের নয়নের মনি হয়ে আছেন।

মিলাদ মাহফিলে ঢাকা থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মরহুমের বড় ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি। এসময় মরহুমের ছোট ছেলে রেজাউন সিদ্দিকী তার সঙ্গে ছিলেন। জনি তার পিতা জীবদ্দশায় তার উন্নয়ন কর্মকান্ডের জন্য সাধারণ মানুষের যে ভালবাসা পেয়েছিলেন তার পরিবারের প্রতি সে ভালবাস অক্ষুন্ন রাখার অনুরোধ জানান ও তার পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

বদলগাছী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী বুলু এতে সভাপতিত্ব করেন। মহাদেবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইফতে খারুল আলম ইপুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার রহমান ইফতি, নওগাঁ জেলা যুবদলের সদস্য আলম খান, বদলগাছী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আখেরে রবিউল আউয়াল, যুগ্ম আহ্বায়ক মোস্তাবুর রহমান নিয়ন, সদস্য সচিব শিবলী নোমানী চৌধুরী, বদলগাছী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: মারজান, যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, সাবেক সভাপতি মামুনুর রশীদ মামুন, বদলগাছী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মনিরুল আহসান চৌধুরী শিহানুক, যুগ্ম আহ্বায়ক শিশির আহমেদ, বদলগাছী উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি রাজু ইসলাম প্রমুখ।

গত এক সপ্তাহ ধরে এই আসনে ধানের শীষের প্রাথমিক মনোনীত প্রার্থী বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুলের মনোনয়ন পরিবর্তন দাবি করে মহাদেবপুর উপজেলা বিএনপির দুইটি গ্রুপ সাবেক ডেপুটি স্পিকারের ছেলে উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির ১নং সদস্য পারভেজ আরেফিন সিদ্দিকী জনির নেতৃত্বাধীন নেতাকর্মী সমর্থক ও মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ রবিউল আলম বুলেটের নেতৃত্বাধীন উপজেলা বিএনপির নেতাকর্মীরা যৌথভাবে সমাবেশ, মশাল মিছিল, কাফনের কাপড় পড়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন প্রভৃতি কর্মসূচি পালন করে আসছে। এই পরিস্থিতিতে বিশাল মোটরসাইকেল সোডাউন এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। সোডাউন থেকে ‘‘জনি ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই” প্রভৃতি স্লোগান দেয়া হয়।