ব্রেকিং নিউজঃ
সাবেক এমপি আসাদুজ্জামান গ্রেপ্তার

নওরোজ ডেস্ক
- Update Time : ০৭:৩৪:০৫ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
- / ৪৯ Time View
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার ( ৬ অক্টোবর) সাড়ে বিকাল ৩টায় ঢাকার বারিধারা থেকে গ্রেফতার করেছে র্যাব। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসাদকে রাজশাহীর বোয়ালিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে র্যাব।
নওরোজ/এসএইচ