সাদুল্লাপুরে নির্বাচনী ওলামা সমাবেশ অনুষ্ঠিত
- Update Time : ০৬:৪৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
- / ১২৫২ Time View
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নে নির্বাচনী ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা বিভাগ জামালপুর ইউনিয়ন শাখার আয়োজনে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওলামা বিভাগের সভাপতি মাওলানা মবিন হোসাইন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাদুল্লাপুর-পলাশবাড়ী আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী মাওলানা নজরুল ইসলাম লেবু। প্রধান আলোচক ড: আবু সাইদ মোহাম্মদ নুরুল ইসলাম সাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা মসজিদ মিশনের সেক্রেটারি মাওলানা আব্দুর রউফ সরকার,জামাতে ইসলামী জামালপুর ইউনিয়ন সভাপতি সৈয়দ মেজবাহুল ইসলাম রাশেদ, সাধারণ সম্পাদক শামসুজ্জামান একরামসহ অনেকে। সঞ্চালনা করেন ওলামা বিভাগের সেক্রেটারী মাওলানা রেজাউল করিম। আরো উপস্থিত ছিলেন জামালপুর ইউনিয়নের ইমাম,মুয়াজ্জিন, খতিব, খাদেম প্রমুখ। বক্তারা আগামী সংসদ নির্বাচন সামনে রেখে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে কাঁধে কাঁধ রেখে কাজ করার জন্য অঙ্গীকার করেন।



















































































































































































