ব্রেকিং নিউজঃ
সাদুল্যাপুরে ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

আঃ খালেক মন্ডল, গাইবান্ধা
- Update Time : ০৮:৪১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
- / ১৮৯ Time View
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নিজ শয়ন ঘর থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে ডিবি পুলিশ। এসময় এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চত করেছেন গাইবান্ধা ডিবির ওসি মোখলেছুর রহমান।
গ্রেফতারকৃতরা হলেন- সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া গ্রামের হোসেন মন্ডলের মেয়ে সাগরিকা আক্তার (৩০), চক গোবিন্দপুর গ্রামের বোকো আকন্দের ছেলে নবীর হোসেন (৩৫) ও গোবিন্দপুর গ্রামের আল হানিফ রনি (২৫)।
ওসি মোখলেছুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৬ আগস্ট) রাতে ধৃত সাগরিকার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার শয়ন ঘরে থাকা ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ ওই ৩ জনকে গ্রেফতার করা হয়। তাদেন বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।