ব্রেকিং নিউজঃ
সাদি মহম্মদ ও শিবলীর মা আর নেই

নওরোজ বিনোদন ডেস্ক
- Update Time : ১১:১৪:০৮ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
- / ২২৮ Time View
মা হারালেন বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী সাদি মহম্মদ ও নৃত্যশিল্পী শিবলী মহম্মদ।
শনিবার ভোর ৬টার দিকে তাদের মা জেবুন নেছা সলিম উল্লাহ্ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নৃত্যশিল্পী সোহেল রহমান।
জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। শনিবার ভোরে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে তিনি মারা যান।
মোহাম্মদপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত সাদি-শিবলীর মা। জেবুন নেছা ছয় ছেলে ও চার মেয়ের জননী। এর মধ্যে শোবিজের সঙ্গে যুক্ত আছেন সাদি মহম্মদ ও শিবলী মহম্মদ।
তাদের বাবা শহীদ মোহাম্মদ সলিম উল্লাহ্। মুক্তিযুদ্ধের প্রথম প্রহরে তিনি মোহাম্মদপুরের নিজ বাড়িতে পাকিস্তানিদের হাতে খুন হন।