ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
রূপগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় বাজার থেকে ৬০০ কেজি সরকারি চাল উদ্ধার সিলেটে দুই বছরের শিশুকে ধর্ষণঃ অভিযুক্ত বালক কারাগারে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে তাই আন্দোলনে নেমেছি : গোলাম পরওয়ার আমি যে কাজ করেছি তা বাংলাদেশের ইতিহাসে কোনদিন হয়নিঃ আসিফ নজরুল রূপগঞ্জে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে ১২ হিজড়া গ্রেফতার স্ত্রীকে তালাক দিয়ে যুবকের ৪০ কেজি দুধ দিয়ে গোসল সচিবালয়কে সিঙ্গেল-ইউজ প্লাস্টিক মুক্ত করতে সরকারের সিদ্ধান্ত কুবি শিক্ষার্থী সুমাইয়াকে ‘ধর্ষণের পর’ হত্যা করা হয়েছে: আসামির স্বীকারোক্তি ব্রাজিল সফরে প্রধান বিচারপতি

সাত বছর ধরে শিকলে বাঁধা নুর আলমের জীবন

মো.সাব্বির হোসেন, পঞ্চগড় প্রতিনিধি
  • Update Time : ০৪:৩৩:০৮ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • / ১৭১ Time View

পঞ্চগড়ে সাত বছর ধরে শিকলে বাঁধা গৃহবন্ধি হয়ে জীবন কাটাচ্ছেন নুর আলম (৪০)। দীর্ঘদিনের শিকলে বন্দিজীবন থেকে স্বাভাবিক জীবনে ফেরাতে না পারায় অসহায় হয়ে পড়ছেন তার বৃদ্ধ মা। তবে তারা আশা ছাড়েননি।

তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের মৃত হকিকুল ইসলামের ছেলে নুর আলম উরফে নুর ইসলাম।

পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, হকিকুল ইসলামের একমাত্র ছেলে নুর আলম।জন্মের আড়াই বছর পরে মারা যান নুর আলমের বাবা হকিকুল ইসলাম।

মা নুর নেহার দিনমজুর দিয়ে সংসারের চাহিদা মেটাতে পারে না।অভাবি সংসার। তাই লেখাপড়ায় উচ্চ মাধ্যমিক পাড়ি জমাতে পারেননি নুর আলম। বড় হয়ে সে রড মিলে কাজ করে। পরে বিয়ে করে সংসার করে, এলাকায় সীমান্ত নদী মহানন্দায় পাথর উত্তোলনের কাজ করে জীবিকা নির্বাহ করতো। একদিন পাথর উত্তোলন করার সময় ভারতের সীমানায় চলে গেলে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ধরে নিয়ে যায় তাকে।তারপর ভারতের জেলে তিন বছর ৭০ দিন থাকার পর রাজশাহী দিয়ে ফেরত দেওয়া হয়।বাড়িতে ফেরার পর ধীরে ধীরে মানসিক রোগী হয়ে পড়েন নুর আলম।ঘর বাড়ি ভেঙ্গে দেয়,যে কাউকে মারপিট করে,গাড়ী ভাংচুর করে।তারপর থেকেই ঘরের খুঁটিতে হাতে শিকল দিয়ে বেঁধে রাখা হয়।

নুর আলমের তিন মেয়ে এক ছেলে।বড় মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে।মানসিক রোগি হওয়ায় স্ত্রী দুই সন্তান নিয়ে চলে যায় বাবার বাড়ি।

প্রতিবেশি তরিকুল ইসলাম বলেন,নুরসহ আমি একই বয়সি।একসাথে চলেছি কাজ করেছি।তবে ভারতের জেল থেকে ফিরে আস্তে আস্তে পাগলে পরিণত হল।অভাবের সংসার চিকিৎসা করাতে পারেনা।তবে চিকিৎসা করতে পারলে হয়ত নুর আলম আগের জীবনে ফিরে আসবে।

নুর আলমের মা মোছা. নুর নেহার বলেন,প্রাথমিক চিকিৎসা চলে বেশ কিছু দিন।আমারতো আর স্বামী সন্তান নেই।গরু ছাগল যা ছিল সবকিছু বিক্রি করে তার পিছনে খরচ করেছি।এখন আমার বাবার দেওয়া ভিটেমাটিই সম্বল।সারাদিন কাজ করে কোনমতে সংসার চলে, চিকিৎসা আর কোথা থেকে করব।এখন নিরাশ হয়ে বাড়িতে শিকলে বাঁধায় গৃহবন্দি করে রাখা হয়েছে নুর আলমকে।তবে নুর আলমের মায়ের দাবী বিএসএফ তাকে মাত্রাতিরিক্ত নির্যাতন করার ফলে পাগল হয়ে গেছে।সবাই যদি সহযোগিতা করে তাহলে হয়ত চিকিৎসা করে, আগের জীবনে ফিরে আসবে নুর আলম।

Please Share This Post in Your Social Media

সাত বছর ধরে শিকলে বাঁধা নুর আলমের জীবন

মো.সাব্বির হোসেন, পঞ্চগড় প্রতিনিধি
Update Time : ০৪:৩৩:০৮ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

পঞ্চগড়ে সাত বছর ধরে শিকলে বাঁধা গৃহবন্ধি হয়ে জীবন কাটাচ্ছেন নুর আলম (৪০)। দীর্ঘদিনের শিকলে বন্দিজীবন থেকে স্বাভাবিক জীবনে ফেরাতে না পারায় অসহায় হয়ে পড়ছেন তার বৃদ্ধ মা। তবে তারা আশা ছাড়েননি।

তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের মৃত হকিকুল ইসলামের ছেলে নুর আলম উরফে নুর ইসলাম।

পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, হকিকুল ইসলামের একমাত্র ছেলে নুর আলম।জন্মের আড়াই বছর পরে মারা যান নুর আলমের বাবা হকিকুল ইসলাম।

মা নুর নেহার দিনমজুর দিয়ে সংসারের চাহিদা মেটাতে পারে না।অভাবি সংসার। তাই লেখাপড়ায় উচ্চ মাধ্যমিক পাড়ি জমাতে পারেননি নুর আলম। বড় হয়ে সে রড মিলে কাজ করে। পরে বিয়ে করে সংসার করে, এলাকায় সীমান্ত নদী মহানন্দায় পাথর উত্তোলনের কাজ করে জীবিকা নির্বাহ করতো। একদিন পাথর উত্তোলন করার সময় ভারতের সীমানায় চলে গেলে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ধরে নিয়ে যায় তাকে।তারপর ভারতের জেলে তিন বছর ৭০ দিন থাকার পর রাজশাহী দিয়ে ফেরত দেওয়া হয়।বাড়িতে ফেরার পর ধীরে ধীরে মানসিক রোগী হয়ে পড়েন নুর আলম।ঘর বাড়ি ভেঙ্গে দেয়,যে কাউকে মারপিট করে,গাড়ী ভাংচুর করে।তারপর থেকেই ঘরের খুঁটিতে হাতে শিকল দিয়ে বেঁধে রাখা হয়।

নুর আলমের তিন মেয়ে এক ছেলে।বড় মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে।মানসিক রোগি হওয়ায় স্ত্রী দুই সন্তান নিয়ে চলে যায় বাবার বাড়ি।

প্রতিবেশি তরিকুল ইসলাম বলেন,নুরসহ আমি একই বয়সি।একসাথে চলেছি কাজ করেছি।তবে ভারতের জেল থেকে ফিরে আস্তে আস্তে পাগলে পরিণত হল।অভাবের সংসার চিকিৎসা করাতে পারেনা।তবে চিকিৎসা করতে পারলে হয়ত নুর আলম আগের জীবনে ফিরে আসবে।

নুর আলমের মা মোছা. নুর নেহার বলেন,প্রাথমিক চিকিৎসা চলে বেশ কিছু দিন।আমারতো আর স্বামী সন্তান নেই।গরু ছাগল যা ছিল সবকিছু বিক্রি করে তার পিছনে খরচ করেছি।এখন আমার বাবার দেওয়া ভিটেমাটিই সম্বল।সারাদিন কাজ করে কোনমতে সংসার চলে, চিকিৎসা আর কোথা থেকে করব।এখন নিরাশ হয়ে বাড়িতে শিকলে বাঁধায় গৃহবন্দি করে রাখা হয়েছে নুর আলমকে।তবে নুর আলমের মায়ের দাবী বিএসএফ তাকে মাত্রাতিরিক্ত নির্যাতন করার ফলে পাগল হয়ে গেছে।সবাই যদি সহযোগিতা করে তাহলে হয়ত চিকিৎসা করে, আগের জীবনে ফিরে আসবে নুর আলম।