সাটুরিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

- Update Time : ১০:২০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
- / ২৩২ Time View
মানিকগঞ্জের সাটুরিয়ায় যথাযথ মর্জাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে সাটুরিয়া উপজেলা পরিষদ চত্তরে অবস্তিত শহীদ বেদীতে পস্পস্তবক অর্পণ করা হয়।
প্রথমে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি এবং সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো এবং সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শান্তা রহমান পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে সাটুরিয়া থাার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম থানার পক্ষ থেকে মুক্তিযোদ্ধা কমান্ড, সাটুরিয়া প্রেসক্লাবসহ উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান এসময় পুষ্পস্তবক অর্পণ করে। পরে দিবসটির তাৎপর্য নিয়ে সাটুরিয়া উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠনের নের্তৃবৃন্দ, সাটুরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও সমাজের বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহণ করে।