ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সাজেকে আটকা কয়েকশ পর্যটক

খাগড়াছড়ি প্রতিনিধি
  • Update Time : ০১:৩৪:০৩ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • / ৫৭ Time View

টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইহাট এলাকায় সড়কের নিচু অংশ তলিয়ে গেছে। ফলে পর্যটন এলাকা সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে সাজেক-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে সাজেকে অবস্থানরত কয়েকশ পর্যটক আটকে পড়েছেন।

তবে বিকল্প ব্যবস্থা হিসেবে বাঁশের ভেলা ও নৌকার মাধ্যমে কিছু পর্যটককে পারাপার করা হচ্ছে। বিশেষ করে যারা মোটরসাইকেল নিয়ে ভ্রমণে এসেছেন, তারা সীমিতভাবে ফিরে যেতে পারছেন। তবে ব্যক্তিগত গাড়ি নিয়ে আসা পর্যটকদের সড়কে পানি না সরা পর্যন্ত আপাতত সাজেকেই অবস্থান করতে হচ্ছে।

সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, গতকাল মঙ্গলবার মাচালং বাজারের পাশে সড়কের ওপর প্রায় ৫ থেকে ৬ ফুট পানি ছিল। বর্তমানে কমে এসেছে। তবে এ অবস্থায় কোনো ধরনের যানবাহন চলাচল সম্ভব নয়। এছাড়া আজ (বুধবার) নতুন করে বাঘাইহাট বাজারের পাশের নিচু সড়ক পানিতে তলিয়ে গেছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আকতার বলেন, গতকাল মাচালং বাজার এলাকার সড়ক পানির নিচে তলিয়ে গেছে। আজ নতুন করে বাঘাইহাট অংশও তলিয়ে গেছে। তবে আজ সকাল থেকে আবহাওয়া ভালো রয়েছে, বৃষ্টি না হলে কয়েক ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যেতে পারে।

তিনি বলেন, আটকে পড়া পর্যটকদের যাতে কোনো অসুবিধা না হয়, সেজন্য সাজেকের হোটেল-মোটেল ব্যবসায়ী সমিতির সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

সাজেকে আটকা কয়েকশ পর্যটক

খাগড়াছড়ি প্রতিনিধি
Update Time : ০১:৩৪:০৩ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইহাট এলাকায় সড়কের নিচু অংশ তলিয়ে গেছে। ফলে পর্যটন এলাকা সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে সাজেক-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে সাজেকে অবস্থানরত কয়েকশ পর্যটক আটকে পড়েছেন।

তবে বিকল্প ব্যবস্থা হিসেবে বাঁশের ভেলা ও নৌকার মাধ্যমে কিছু পর্যটককে পারাপার করা হচ্ছে। বিশেষ করে যারা মোটরসাইকেল নিয়ে ভ্রমণে এসেছেন, তারা সীমিতভাবে ফিরে যেতে পারছেন। তবে ব্যক্তিগত গাড়ি নিয়ে আসা পর্যটকদের সড়কে পানি না সরা পর্যন্ত আপাতত সাজেকেই অবস্থান করতে হচ্ছে।

সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, গতকাল মঙ্গলবার মাচালং বাজারের পাশে সড়কের ওপর প্রায় ৫ থেকে ৬ ফুট পানি ছিল। বর্তমানে কমে এসেছে। তবে এ অবস্থায় কোনো ধরনের যানবাহন চলাচল সম্ভব নয়। এছাড়া আজ (বুধবার) নতুন করে বাঘাইহাট বাজারের পাশের নিচু সড়ক পানিতে তলিয়ে গেছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আকতার বলেন, গতকাল মাচালং বাজার এলাকার সড়ক পানির নিচে তলিয়ে গেছে। আজ নতুন করে বাঘাইহাট অংশও তলিয়ে গেছে। তবে আজ সকাল থেকে আবহাওয়া ভালো রয়েছে, বৃষ্টি না হলে কয়েক ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যেতে পারে।

তিনি বলেন, আটকে পড়া পর্যটকদের যাতে কোনো অসুবিধা না হয়, সেজন্য সাজেকের হোটেল-মোটেল ব্যবসায়ী সমিতির সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার চেষ্টা চলছে।