ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সাগরে ফের লঘুচাপ, বৃষ্টির বার্তা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:২৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / ১৩৫ Time View

শুক্রবার সকালে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে (ফাইল ফটো)

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপের সৃষ্টি হয়েছে। এবারের লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে তা ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, তা এখনো নিশ্চিত করে বলতে পারছেন না আবহাওয়াবিদেরা।

এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, ‘লঘুচাপটি যদি নিম্নচাপে পরিণত হয়, তবে এর প্রভাবে দেশের উপকূলসহ কয়েকটি এলাকায় বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে আগামী বুধবারের দিকে।’

তবে এখন পর্যন্ত লঘুচাপের যে গতিপ্রকৃতি, তাতে এর প্রভাব বাংলাদেশের উপকূলে তত বেশি হবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। চলতি সপ্তাহের শেষের দিকে বাংলাদেশের উপকূলসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস দিয়েছে নতারা।

শুক্রবার সকাল ছয়টার দিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। কাজী জেবুন্নেছা বলেন, নতুন করে যে লঘুচাপের সৃষ্টি হয়েছে, তা ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার একটা সম্ভাবনা আছে। তবে এর প্রভাব পড়বে মূলত ভারতের ওডিশা উপকূলে। তবে বাংলাদেশের, বিশেষ করে উপকূলে প্রভাব পড়তে পারে। আর এর প্রভাবে বৃষ্টিও হতে পারে।

নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, জানতে চাইলে কাজী জেবুন্নেছা বলেন, ‘সদ্য শেষ হওয়া লঘুচাপটি ঘনীভূত হওয়ার কথা থাকলেও তা হয়নি। এখন যে লঘুচাপ এসেছে, এর গতিপ্রকৃতি এখন যতটুকু বোঝা যাচ্ছে তাতে নিম্নচাপ হওয়ার সম্ভাবনা আছে। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, তা বলার মতো সময় আসেনি।’

বঙ্গোপসাগরে চার দিন আগে একটি লঘুচাপের সৃষ্টি হয়। এটি দ্রুতই দুর্বল হয়ে পড়ে। এর প্রভাব বাংলাদেশের উপকূলে একেবারেই পড়েনি।

Please Share This Post in Your Social Media

সাগরে ফের লঘুচাপ, বৃষ্টির বার্তা

নিজস্ব প্রতিবেদক
Update Time : ১২:২৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপের সৃষ্টি হয়েছে। এবারের লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে তা ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, তা এখনো নিশ্চিত করে বলতে পারছেন না আবহাওয়াবিদেরা।

এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, ‘লঘুচাপটি যদি নিম্নচাপে পরিণত হয়, তবে এর প্রভাবে দেশের উপকূলসহ কয়েকটি এলাকায় বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে আগামী বুধবারের দিকে।’

তবে এখন পর্যন্ত লঘুচাপের যে গতিপ্রকৃতি, তাতে এর প্রভাব বাংলাদেশের উপকূলে তত বেশি হবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। চলতি সপ্তাহের শেষের দিকে বাংলাদেশের উপকূলসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস দিয়েছে নতারা।

শুক্রবার সকাল ছয়টার দিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। কাজী জেবুন্নেছা বলেন, নতুন করে যে লঘুচাপের সৃষ্টি হয়েছে, তা ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার একটা সম্ভাবনা আছে। তবে এর প্রভাব পড়বে মূলত ভারতের ওডিশা উপকূলে। তবে বাংলাদেশের, বিশেষ করে উপকূলে প্রভাব পড়তে পারে। আর এর প্রভাবে বৃষ্টিও হতে পারে।

নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, জানতে চাইলে কাজী জেবুন্নেছা বলেন, ‘সদ্য শেষ হওয়া লঘুচাপটি ঘনীভূত হওয়ার কথা থাকলেও তা হয়নি। এখন যে লঘুচাপ এসেছে, এর গতিপ্রকৃতি এখন যতটুকু বোঝা যাচ্ছে তাতে নিম্নচাপ হওয়ার সম্ভাবনা আছে। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, তা বলার মতো সময় আসেনি।’

বঙ্গোপসাগরে চার দিন আগে একটি লঘুচাপের সৃষ্টি হয়। এটি দ্রুতই দুর্বল হয়ে পড়ে। এর প্রভাব বাংলাদেশের উপকূলে একেবারেই পড়েনি।