ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সাগরে গভীর নিম্নচাপ, সমুদ্র বন্দরে সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০১:২৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / ৯ Time View

আবহাওয়া অধিদপ্তর

বৃহস্পতিবার সকাল ৯টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে দুই হাজার ৩৫ কিলোমিটার, কক্সবাজার থেকে এক হাজার ৯৭৫ কিলোমিটার, মোংলা থেকে এক হাজার ৯৪৫ কিলোমিটার ও পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৯৩০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। আবহাওয়াবিদরা মনে করছেন, এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে আরও ঘণীভূত হতে পারে।

গভীর নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা বা ঝড়ো হাওয়া আকারে যা ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।

কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে বিচরণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও দক্ষিণ-পূর্বে মালাক্কা প্রণালী ও এর আশে পাশে এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় শেন-ইয়ার দুর্বল হয়ে এদিন সকালে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়াবিদদের মতে, এটি আরও দক্ষিণ-পূর্বে এগিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে।

দেশের উত্তর ও পূর্বাঞ্চলে কমতে শুরু করেছে তাপমাত্রা। এদিন সকালে শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

সাগরে গভীর নিম্নচাপ, সমুদ্র বন্দরে সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক
Update Time : ০১:২৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

বৃহস্পতিবার সকাল ৯টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে দুই হাজার ৩৫ কিলোমিটার, কক্সবাজার থেকে এক হাজার ৯৭৫ কিলোমিটার, মোংলা থেকে এক হাজার ৯৪৫ কিলোমিটার ও পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৯৩০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। আবহাওয়াবিদরা মনে করছেন, এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে আরও ঘণীভূত হতে পারে।

গভীর নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা বা ঝড়ো হাওয়া আকারে যা ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।

কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে বিচরণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও দক্ষিণ-পূর্বে মালাক্কা প্রণালী ও এর আশে পাশে এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় শেন-ইয়ার দুর্বল হয়ে এদিন সকালে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়াবিদদের মতে, এটি আরও দক্ষিণ-পূর্বে এগিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে।

দেশের উত্তর ও পূর্বাঞ্চলে কমতে শুরু করেছে তাপমাত্রা। এদিন সকালে শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।