ঢাকা ১০:১৭ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
টেস্ট

সাকিবকে ছাড়িয়ে সর্বোচ্চ উইকেটশিকারির রেকর্ড ছুঁলেন তাইজুল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:৪৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • / ৩৭ Time View

তাইজুল ইসলাম

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টটা একাধিক কারণে মনে রাখবেন তাইজুল। আগের দিন সাকিব আল হাসানকে ছাড়িয়ে দেশের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি হন তিনি। বাঁহাতি স্পিনে ২৫০ উইকেটের মাইলফলকে তিনি পৌঁছে গেলেন টেস্ট ইতিহাসের সবচেয়ে দ্রুততায়।

এই টেস্টের প্রতিটি দিন যেন তাইজুল ইসলামের জন্য নতুন উচ্চতায় ওঠার পালা। সাকিব আল হাসানকে ছুঁয়ে, তাকে ছাড়িয়ে দেশের ক্রিকেটের সেরা হওয়ার পর এবার বিশ্ব ক্রিকেটেও একটি জায়গায় তিনি এখন সবার ওপরে। এই টেস্টে একের পর এক মাইলফলকের পথ ধরেই ছুটছেন তাইজুল। প্রথম ইনিংসে চার উইকেট নিয়ে স্পর্শ করেন তিনি সাকিব আল হাসানের উইকেট সংখ্যা। দ্বিতীয় ইনিংসে শনিবার সাকিবকে টপকে হয়ে যান দেশের সফলতম টেস্ট বোলার। সাকিবের কাছ থেকে পেয়েছেন অভিনন্দনও।

এই রেকর্ডে অবশ্য তিনি একা নন। স্পর্শ করেছেন তিনি বাঁহাতি স্পিনের গ্রেট এবং বাংলাদেশের সাবেক স্পিন বোলিং কোচ রাঙ্গানা হেরাথকে। টেস্ট ইতিহাসে বাঁহাতি স্পিনে সবচেয়ে কম টেস্টে ২৫০ নেওয়ার কীর্তি এখন যৌথভাবে এই দুজনের। ৫৭ টেস্টে এই ঠিকানা ছুঁলেন তাইজুল। হেরাথেরও লেগেছিল ৫৭ টেস্ট।

পঞ্চম দিনের সকালে নেমে দৃঢ়তা দেখাচ্ছিলো আয়ারল্যান্ড। কার্টিস ক্যাম্পারের সঙ্গে ক্রিজে জমে গিয়েছিলেন অ্যান্ডি ম্যাকব্রিন। হঠাৎ ধৈর্যচ্যুতি হলো তার। ম্যাকব্রিনকে ড্রেসিংরুমের পথ দেখিয়ে এক টেস্টে আরেকটি মাইলফলক স্পর্শ করলেন তাইজুল ইসলাম।

তাইজুলের বলে কিছুটা এগিয়ে খেলতে গিয়ে পায়ের পাতায় লাগান ম্যাকব্রিন। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নিয়েও লাভ হয়নি। টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০তম উইকেট পাওয়া হয়ে যায় তাইজুলের।

২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে সেন্ট ভিনসেন্ট টেস্ট দিয়ে তাইজুলের টেস্ট অভিষেক। ক্যারিয়ারের প্রথম ইনিংসেই নিয়েছিলেন ৫ উইকেট। সাকিব যতদিন ছিলেন, দেশের বাইরে টেস্ট খেলার সুযোগ পেয়েছেন তিনি কমই। দেশের মাঠে টেস্টেও তার ভূমিকা ছিল মূলত সাপোর্ট বোলারের। পরে মেহেদী হাসান মিরাজের উত্থানেও সীমিত হয়ে আসে তার সুযোগ। এখন সাকিবহীন বাংলাদেশের স্পিন আক্রমণের কান্ডারি এই তাইজুলই। তবে দেশের মাঠে বরাবর তিনি বড় ভরসা।

এর আগে বাংলাদেশের হয়ে ৫৪ টেস্ট খেলে দুইশ উইকেট পূর্ণ করেছিলেন সাকিব আল হাসান, ৪৮ টেস্ট খেলে এই মাইলফলক ছুঁয়েছিলেন তাইজুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

টেস্ট

সাকিবকে ছাড়িয়ে সর্বোচ্চ উইকেটশিকারির রেকর্ড ছুঁলেন তাইজুল

নিজস্ব প্রতিবেদক
Update Time : ১১:৪৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টটা একাধিক কারণে মনে রাখবেন তাইজুল। আগের দিন সাকিব আল হাসানকে ছাড়িয়ে দেশের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি হন তিনি। বাঁহাতি স্পিনে ২৫০ উইকেটের মাইলফলকে তিনি পৌঁছে গেলেন টেস্ট ইতিহাসের সবচেয়ে দ্রুততায়।

এই টেস্টের প্রতিটি দিন যেন তাইজুল ইসলামের জন্য নতুন উচ্চতায় ওঠার পালা। সাকিব আল হাসানকে ছুঁয়ে, তাকে ছাড়িয়ে দেশের ক্রিকেটের সেরা হওয়ার পর এবার বিশ্ব ক্রিকেটেও একটি জায়গায় তিনি এখন সবার ওপরে। এই টেস্টে একের পর এক মাইলফলকের পথ ধরেই ছুটছেন তাইজুল। প্রথম ইনিংসে চার উইকেট নিয়ে স্পর্শ করেন তিনি সাকিব আল হাসানের উইকেট সংখ্যা। দ্বিতীয় ইনিংসে শনিবার সাকিবকে টপকে হয়ে যান দেশের সফলতম টেস্ট বোলার। সাকিবের কাছ থেকে পেয়েছেন অভিনন্দনও।

এই রেকর্ডে অবশ্য তিনি একা নন। স্পর্শ করেছেন তিনি বাঁহাতি স্পিনের গ্রেট এবং বাংলাদেশের সাবেক স্পিন বোলিং কোচ রাঙ্গানা হেরাথকে। টেস্ট ইতিহাসে বাঁহাতি স্পিনে সবচেয়ে কম টেস্টে ২৫০ নেওয়ার কীর্তি এখন যৌথভাবে এই দুজনের। ৫৭ টেস্টে এই ঠিকানা ছুঁলেন তাইজুল। হেরাথেরও লেগেছিল ৫৭ টেস্ট।

পঞ্চম দিনের সকালে নেমে দৃঢ়তা দেখাচ্ছিলো আয়ারল্যান্ড। কার্টিস ক্যাম্পারের সঙ্গে ক্রিজে জমে গিয়েছিলেন অ্যান্ডি ম্যাকব্রিন। হঠাৎ ধৈর্যচ্যুতি হলো তার। ম্যাকব্রিনকে ড্রেসিংরুমের পথ দেখিয়ে এক টেস্টে আরেকটি মাইলফলক স্পর্শ করলেন তাইজুল ইসলাম।

তাইজুলের বলে কিছুটা এগিয়ে খেলতে গিয়ে পায়ের পাতায় লাগান ম্যাকব্রিন। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নিয়েও লাভ হয়নি। টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০তম উইকেট পাওয়া হয়ে যায় তাইজুলের।

২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে সেন্ট ভিনসেন্ট টেস্ট দিয়ে তাইজুলের টেস্ট অভিষেক। ক্যারিয়ারের প্রথম ইনিংসেই নিয়েছিলেন ৫ উইকেট। সাকিব যতদিন ছিলেন, দেশের বাইরে টেস্ট খেলার সুযোগ পেয়েছেন তিনি কমই। দেশের মাঠে টেস্টেও তার ভূমিকা ছিল মূলত সাপোর্ট বোলারের। পরে মেহেদী হাসান মিরাজের উত্থানেও সীমিত হয়ে আসে তার সুযোগ। এখন সাকিবহীন বাংলাদেশের স্পিন আক্রমণের কান্ডারি এই তাইজুলই। তবে দেশের মাঠে বরাবর তিনি বড় ভরসা।

এর আগে বাংলাদেশের হয়ে ৫৪ টেস্ট খেলে দুইশ উইকেট পূর্ণ করেছিলেন সাকিব আল হাসান, ৪৮ টেস্ট খেলে এই মাইলফলক ছুঁয়েছিলেন তাইজুল ইসলাম।