সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজে
জাতীয় শিশু দিবসে দাবায় চ্যাম্পিয়ন আবরার

- Update Time : ১১:৪৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
- / ২৫২ Time View
রাজধানীর মালিবাগে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষ্যে আয়োজিত দাবা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দাবার ওপেন বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রিয়াজুল আহনাফ মোহাম্মদ আবরার। রানার্স আপ ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে জোয়েব হাসান ও জিয়াদ রহমান মাহির। দাবার র্যাপিড প্রতিযোগিতায় বয়স ভিত্তিক গ্রুপে ১ ম হয় উমাইজা আরেফিন, ২য় শাহিল খান ও ৩য় হয় অহিন দাস গুপ্ত।
দাবার পাশাপাশি চিত্রাংকন প্রতিযোগিতারও আয়োজন করা হয়। চিত্রাংকন প্রতিযোগিতায় ৪ টি গ্রুপের ১ম স্হান অর্জনকারী শিক্ষার্থীরা হলো যথাক্রমে ক গ্রুপে তানজির, খ গ্রুপে তাবাসসুম মেহজাবীন, গ গ্রুপে প্রতিভা দাস ও ঘ গ্রুপে জি এম শিরাজুম মুনির।
সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ মালিবাগের অধ্যক্ষ কর্নেল (অবঃ) মোঃ শামসুল আলম পি এস সি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি মাধ্যমের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ শামিম আরা রহমান, প্রশাসনিক কর্মকর্তা জি এম ইকবাল কবীর ও দাবা কোচ শফিক আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, মালিবাগের ন্যাশনাল কারিকুলামের উপাধ্যক্ষ জেরিনা ফেরদৌস।