সাউথ পয়েন্ট স্কুলে কারাতে বেল্ট বিতরণ

- Update Time : ১২:৫৫:০২ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
- / ২৪৮ Time View
রাজধানীর সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ মালিবাগে শনিবার ( ১৮ মে ) কারাতে বেল্ট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে খুদে কারাতে খেলোয়াড়দের মাঝে বেল্ট বিতরণ করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্নেল মোঃ শামসুল আলম পি এস সি( অবঃ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের প্রধান অর্থ কর্মকর্তা জনাব সাখাওয়াত উল্লাহ, সভাপতিত্ব করেন সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ মালিবাগের ন্যাশনাল কারিকুলামের উপাধ্যক্ষ ও সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাবের সহসভাপতি জেরিনা ফেরদৌস।
গরমকে উপেক্ষা করে সাউথ পয়েন্টের প্রায় একশত কারাতে খেলোযাড় নতুন বেল্ট বিতরণ অনুষ্ঠানে যোগ দেয়। গরমে বাচ্চাদের মধ্যে অস্বস্তির ভাব লক্ষ্য করা যায় নি বরং নতুন বেল্ট পাওয়ার আনন্দে তারা ছিল উচ্ছ্বসিত।
উল্লেখ্য, সাউথ পয়েন্টের কারাতে দল বাংলাদেশ কারাতে ফেডারেশন আয়োজিত কারাতে প্রতিযোগিতায় দুটি স্বর্ণ পদক ও দুটি রৌপ্য পদক অর্জন করে। বাংলাদেশ জাতীয় দলের কারাতে কোচ জনাব মোজাম্মেল হক মিলন, জান্নাতুল নাঈম শোভন, মহিলা কোচ রাইয়ানা নূর ঐশী, মোঃ আরিফ প্রতিষ্ঠানে কারাতে প্রশিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন।
ছাত্র-ছাত্রীদের শারীরিক সক্ষমতা বাড়াতে আত্মরক্ষামুলক খেলা কারাতের পাশাপাশি সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজে নিয়মিত দাবা, ফুটবল, ভলিবল, হ্যান্ডবল, ক্রিকেট প্রশিক্ষণ পরিচালনা করে আসছেন প্রতিষ্ঠানের স্পোর্টস কোঅর্ডিনেটর শওকত সিদ্দিকী। তিনি খেলাধুলার প্রশিক্ষণ কার্যক্রমে অনুপ্রেরণা ও সহযোগিতার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইতিমধ্যেই অধ্যক্ষ কর্নেল শামস জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে কোন খেলায় সাফল্য অর্জন করতে পারলে তাদের বিনা বেতনে বা অর্ধ বেতনে লেখাপড়ার সুযোগ দেয়ার কথা ঘোষণা করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়