সাইফ আলী খানের ওপর ‘হামলাকারীর’ ছবি প্রকাশ

- Update Time : ০৪:২৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
- / ৭০ Time View
অস্ত্রোপচারের পর আইসিইউতে নেওয়া হয়েছে বলিউড তারকা সাইফ আলী খানকে। এদিকে সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় সম্ভাব্য এক হামলাকারীর ছবি প্রকাশ করেছে মুম্বাই পুলিশ। ঘটনার পর কীভাবে ওই যুবক বাড়ি থেকে পালাচ্ছিলেন, সেই ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজে। প্রকাশ্যে এসেছে সেই ভিডিও ফুটেজ।
সিসিটিভি ফুটেজ সূত্রেই শনাক্ত করে হামলাকারীর খোঁজে তল্লাশি শুরু করেছে মুম্বাই পুলিশ। পুলিশ জানিয়েছে, জানালা ব্যবহার করেই সাইফ-কারিনার বাড়িতে প্রবেশ করে ওই ব্যক্তি।
সংবাদ সংস্থা পিটিআই সেই ভিডিও প্রকাশ করেছে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এক ব্যক্তিকে রাত ২টা ৩৩ মিনিটে সাইফ আলী খানের বাড়ির সিঁড়ি দিয়ে নামতে দেখা গেছে। ওই ব্যক্তি আবার তাকাচ্ছে সিসিটিভির দিকেও। সেই ব্যক্তির পরনে সাদা কলার দেওয়া টি-শার্ট। গলার কাছে ঝুলছে গামছা বা তোয়ালে জাতীয় কিছু। পরনে আছে জিন্স। কাঁধে রয়েছে ব্যাগও।
সিসিটিভি ফুটেজ দেখেই অভিযুক্ত ব্যক্তিকে ধরতে মাঠে নেমেছে মুম্বাই পুলিশের ১০টি টিম। শিগগির ওই ব্যক্তিকে গ্রেফতার করা হবে বলে আশা করছে পুলিশ। এ হামলার নেপথ্যে শুধুই ডাকাতি, নাকি অন্য কোনো কারণ রয়েছে, সেটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, এখন পর্যন্ত ২৫-৩০টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। সেটা দেখেই পুলিশের অনুমান, হামলার কয়েক ঘণ্টা আগে অভিযুক্ত ব্যক্তি বাড়ির ভেতরে উপস্থিত ছিল।
বুধবার (১৫ জানুয়ারি) গভীর রাতে আক্রান্ত হয়েছেন বলিউড তারকা সাইফ আলী খান। ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে তার শরীর। রক্তাক্ত অবস্থায় তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচার করার পর সাইফ আলী খানকে আইসিইউতে নেওয়া হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়