সাংবাদিক নাদিম হত্যা: চেয়ারম্যান পদ হারালেন বাবু

- Update Time : ০৭:৫০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
- / ১২৫ Time View
সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুকে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
একই দিন তাকে কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে এ বিষয়ে আগামী ১০ কার্য দিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
সোমবার (১৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম এমপি।
গণমাধ্যমকে তিনি জানান, ‘বাংলা নিউজ টোয়েন্টিফোরের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বকশীগঞ্জ উপজেলার ৪ নম্বর সাধুরপাড়া ইউনিয়নর চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
একই কারণে কেন তাকে চুড়ান্তভাবে কেন বরখাস্ত করা হবে না তার জন্য আগামী ১০ কার্য দিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বকশীগঞ্জ উপজেলার মানুষ উল্লাসে মেতে উঠে।
এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি অবগত হয়েছি।
এখনও কোনো লিখিত কাগজ পাইনি। লিখিত পাওয়ার পরই নির্দেশনা মোতাবেক কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, বরখাস্ত ও কারণ দর্শানোর নোটিশে স্বাক্ষর করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে।