সাংবাদিক আফসার উদ্দিনকে শেষ বিদায় জানালেন ব্রিটেনের গনমাধ্যমকর্মীরা

- Update Time : ০৬:৩০:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪
- / ১৭৮ Time View
ব্রিটেনের বাংলাভাষী গণমাধ্যমের অত্যন্ত পরিচিত ও প্রিয়মুখ, বিশিষ্ট শিক্ষাবিদ, চ্যানেল এস-এর সিনিয়র নিউজ প্রেজেন্টার সৈয়দ আফসার উদ্দিনকে চোখের জলে শেষ বিদায় জানালেন ব্রিটেনের গনমাধ্যমকর্মীরা।
গত শনিবার ইস্ট লন্ডন মসজিদে তার জানাজায় শরিক হন কমিউনিটির সর্বস্তরের মানুষ। এ সময় অনেকে আবেগ আপ্লুত হয়ে যান। এর আগে সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মরহুমের মরদেহ শেষবারের মতো দেখার জন্য ব্রিকলেন জামে মসজিদের মেইন হলে রাখা হলে সেখানে উপস্থিত হন গনমাধ্যম কর্মী, স্বজন ও শুভাকাঙ্খীরা। পরে ইস্ট লন্ডন মসজিদে জানাজা শেষে মরদেহ হ্যানল্টের গার্ডেন অব পিসে সমাহিত করা হয়।
সৈয়দ আফসার উদ্দিন এমবিই চ্যানেল এস‘র সিনিয়র নিউজ প্রেজেন্টার। কাজ করেছেন বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস, ভয়েস অব আমেরিকা, বাংলাদেশ টেলিভিশনসহ অসংখ্য বিখ্যাত গনমাধ্যম প্রতিষ্ঠানে।
সাংবাদিকতা ছাড়াও তিনি লন্ডনে একজন সফল ভাষা শিক্ষক। আমাদের প্রিয় সহকর্মী। অত্যন্ত বিনয়ী, গুনি এবং ধর্মপ্রান মানুষ ছিলেন আফসার উদ্দিন । ছিলেন চ্যানেল এস‘র সবচেয়ে স্টাইলিস্ট নিউজ প্রেজেন্টার। তার সংবাদ উপস্থাপনায় ছিলো আলাদা এক বৈচিত্র।
উল্লেখ্য, সৈয়দ আফসার উদ্দিন ১২ এপ্রিল, শুক্রবার রাত ২টা ২০ মিনিটে লন্ডনের একটি হাসপাতালে ইন্তেকাল করেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৯ বছর। স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে সহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি। সাংবাদিক সৈয়দ আফসার উদ্দিন কয়েক বছর থেকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলেও স্বাভাবিক জীবনযাপন করছিলেন।
সৈয়দ আফসার উদ্দিন এমবিই’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান, চ্যানেল এস’র চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, চ্যানেল এস’র ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল, চীফ এক্সিকিউটিভ তাজ চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জুবায়ের ও সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ এক শোকবার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন।
নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।