ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিকদের ওপর সাঈদী সমর্থকদের হামলা

নওরোজ অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:০৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
  • / ১৪৬ Time View

মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীকে ‘যুদ্ধাপরাধী’ বলায় সাংবাদিকদের ওপর হামলা করেছে তার সমর্থকরা। সোমবার (১৪ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

হামলায় আরটিভির ক্যামেরাপারসন মানিক, যমুনা টেলিভিশনের রিপোর্টার শান্ত ও দুই জন মাল্টিমিডিয়া সাংবাদিক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে পিজি হাসপাতালের ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে।

এদিকে সোমবার রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেলাওয়ার হোসাইন সাঈদী।

বিএসএমএমইউ’র পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউর রহমান বলেন, ‘উনার দুই বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।’

এর আগে রবিবার (১৩ আগস্ট) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াতের সাবেক নায়েবে আমির সাঈদী। এদিন বিকাল ৫টার দিকে কারাগারের ভেতরে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে বিএসএমএমইউ-তে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

সাংবাদিকদের ওপর সাঈদী সমর্থকদের হামলা

নওরোজ অনলাইন ডেস্ক
Update Time : ০৬:০৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩

মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীকে ‘যুদ্ধাপরাধী’ বলায় সাংবাদিকদের ওপর হামলা করেছে তার সমর্থকরা। সোমবার (১৪ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

হামলায় আরটিভির ক্যামেরাপারসন মানিক, যমুনা টেলিভিশনের রিপোর্টার শান্ত ও দুই জন মাল্টিমিডিয়া সাংবাদিক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে পিজি হাসপাতালের ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে।

এদিকে সোমবার রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেলাওয়ার হোসাইন সাঈদী।

বিএসএমএমইউ’র পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউর রহমান বলেন, ‘উনার দুই বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।’

এর আগে রবিবার (১৩ আগস্ট) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াতের সাবেক নায়েবে আমির সাঈদী। এদিন বিকাল ৫টার দিকে কারাগারের ভেতরে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে বিএসএমএমইউ-তে পাঠানো হয়।