সাংবাদিককে গুলি ও হাতুড়িপেটা করে হত্যার চেষ্টা

- Update Time : ০৫:৫১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
- / ১১৬ Time View
নরসিংদীর রায়পুরায় মনিরুজ্জামান মনির (৪০) নামে স্থানীয় এক সাংবাদিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গুলি করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে রায়পুরা উপজেলার শ্রীরামপুর বাজারে এ ঘটনা ঘটে।
আহত মনির দৈনিক দেশ রূপান্তর পত্রিকার রায়পুরা উপজেলা প্রতিনিধি এবং উপজেলা রিপোটার্স ক্লাবের সভাপতির দায়িত্বে আছেন।তিনি উপজেলার মেথিকান্দা গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
স্থানীয়রা জানান, মনিরুজ্জামান বাজার থেকে পেশাগত দায়িত্ব পালন শেষে রায়পুরা উপজেলা পরিষদের দিকে ফিরছিলেন। এ সময় শ্রীরামপুর বাজার এলাকায় পূর্ব থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা মনিরকে প্রথমে হাতুড়ি দিয়ে পিটানোসহ কুপিয়ে ও পরে গুলি করে পালিয়ে যায়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে। রায়পুরা থানা পুলিশের কোন তৎপরতা না থাকায় সোনাবাহিনীর সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়। স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা (আরএমও) রঞ্জন কুমার বর্মন বলেন, মনিরের হাতে ও পায়ে গুলি লেগেছে। মাথায়ও গুরুতর আঘাত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।