‘সহিংসতা এড়িয়ে সংবাদ সংগ্রহের কৌশল’ কর্মশালায় সাংবাদিকদের ঐক্যের তাগিদ
- Update Time : ০৯:০৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
- / ৭৮ Time View
সারাদেশে সাংবাদিকদের উপর সহিংস আচরণ রোধে সাংবাদিকতার ক্ষেত্রে পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখা, কেউ অসম্মানজনক আচরণ না করলে সংবাদ পরিবেশনে দলমত নির্বিশেষে সব পক্ষকে সমান সুযোগ দেয়া, সংবাদ সংগ্রহের সময় তথ্যদাতাকে অসম্মান না করে কৌশলী হওয়া আর প্রকৃত সাংবাদিকদের ঐক্যের তাগিদ দেয়া হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে নওগাঁর মহাদেবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ মিলনায়তনে মহাদেবপুর মডেল প্রেসক্লাব, মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটি ও স্থানীয় পরীক্ষমূলক সাপ্তাহিক মহাদেবপুর দর্পণ পরিবারের আয়োজনে “সহিংসতা এড়িয়ে নিরাপদে সংবাদ সংগ্রহের কৌশল” শীর্ষক তৃণমূল সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এ তাগিদ দেন।
মহাদেবপুরে কর্মরত ১৮ জন সাংবাদিক কর্মশালায় অংশ নেন।কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে দৈনিক ইত্তেফাকের মহাদেবপুর প্রতিনিধি ও মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদ এবং দৈনিক যায়যায়দিনের বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি ও মহাদেবপুর মডেল প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী সুমন এবং মহাদেবপুর দর্পণের প্রকাশক ও বার্তা সংস্থা এফএনএস এর মহাদেবপুর প্রতিনিধি কাজী রওশন জাহান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দৈনিক সংবাদের মহাদেবপুর প্রতিনিধি ও মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি কিউ, এম, সাঈদ টিটো এতে সভাপতিত্ব করেন।
দৈনিক রাজবার্তা প্রতিনিধি ও মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী সামছুজ্জোহা মিলনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, আমার বার্তা মাল্টিমিডিয়া প্রতিনিধি ও মহাদেবপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, দৈনিক সকালের সময় প্রতিনিধি আলহাজ্ব সাইফুর রহমান সনি, এসএ টিভি প্রতিনিধি এম, আর রাজ, দৈনিক অগ্রযাত্রা প্রতিনিধি সুমন কুমার ঘোষ বুলেট, দৈনিক আজকের জনবানী প্রতিনিধি অসিত দাস, দৈনিক অপরাধ দমন প্রতিনিধি জুলহাস খান, দৈনিক আজকের প্রভাত প্রতিনিধি সোহাগ রহমান সুজন, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মাহবুবুজ্জামান সেতু, দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি শামীম হাসান, দৈনিক আজকের খবর প্রতিনিধি সুইট হোসেন, দৈনিক বাংলার দূত প্রতিনিধি উজ্জল কুমার সরকার, দৈনিক বগুড়া প্রতিনিধি আব্দুল আজিজ, শাহীন আলম প্রমুখ।
তৃণমূলের সাংবাদিকেরা প্রাত্যহিক সংবাদ সংগ্রহে গিয়ে সেসব প্রতিবন্ধকতা, হামলা, মামলা আর লাঞ্ছনার শিকার হয়েছেন তার বিস্তারিত বিবরণ তুলে ধরে এসব প্রতিকারের দাবি জানান। মহাদেবপুরে একটি চক্র নিজেদের কোন সংবাদপত্র না থাকলেও, কোন সংবাদ না লেখলেও সংবাদ সংগ্রহের নামে বিভিন্ন স্থানে গিয়ে চাঁদাবাজী, টেন্ডারবাজী, নিগোসিন্ডিকেট করে সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে নিজেদের আখের গোছানো, সড়কের গাছ কাটা, পুকুর খনন, মাটি ও বালু সিন্ডিকেট প্রভৃতিতে জড়িয়ে পড়ে প্রশাসনে প্রভাব বিস্তার করে ছিল। প্রকৃত সাংবাদিকেরা বিভিন্ন সময় যেসব মামলার শিকার হয়েছেন সেগুলোর বেশিরভাগই প্রতিপক্ষ সাংবাদিকদের প্রত্যক্ষ মদদে হয়েছে বলে উল্লেখ করে এসবের বিরুদ্ধে প্রকৃত সাংবাদিকদের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান।
রিসোর্স পার্সন আজাদুল ইসলাম বাংলা ভাইয়ের সময়কার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, ‘‘ভালো সাংবাদিক হতে হলে আগে ভালো মানুষ হতে হয়। একজন নেতার ২০টি গুণ থাকতে পারে। কিন্তু একজন সাংবাদিকের আরো ১৮টি গুণ থাকতে হবে। সাংবাদিক হতে হলে, জ্ঞানার্জন করতে হবে, মননশীল মানুষ হওয়া দরকার, সৃজনশীল মানুষ হওয়া দরকার। আরো অনেক কিছু অর্জন করতে হয়। নতুন যারা সাংবাদিকতায় আসছে তাদেরকে সিনিয়রদের সাথে থেকে তাদের অভিজ্ঞতার আলোকে নতুন নতুন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।”
অপর রিসোর্স পার্সন ইউসুফ আলী সুমন এই উপমহাদেশে সাংবাদিকতার পথিকৃত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও মাওলানা আকরাম খাঁর অবদান উল্লেখ করে বলেন, “আমাদের দেশে ৯৫ ভাগ মানুষের অনুভূতি কোন ইসলামী জালসার নিউজ তেমন কাভার করা হয়না, যেমন ৫ ভাগ মানুষের অনুভূতির নিউজ করা হয়। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ধর্ম বর্ণ নির্বিশেষে সব দলকে সমান সুযোগ দিতে হবে।” তিনি বলেন, “রাষ্ট্র সাংবাদিকদের নিরাপত্তা দিলেও ডে ইভেন্টে সাংবাদিকদের সহিংসতা এড়িয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে কৌশলে সংবাদ সংগ্রহ করতে হবে। বর্তমান সরকার ছাত্রজনতার গণঅভ্যুত্থানের ফসল। এই সরকার সাংবাদিকদের পূর্ণ নিরাপত্তা দিবে।”
কর্মশালার সভাপতি কিউ, এম, সাঈদ টিটো বলেন, “মহাদেবপুরে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে মহাদেবপুর মডেল প্রেসক্লাব, মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটি আর মহাদেবপুর দর্পণ পরিবার সরাসরি অংশ গ্রহণ করেছে। এসব সংগঠনের কার্যালয় থেকেই মহাদেবপুরে আন্দোলন পরিচালনা করা হয়েছে। ৫ আগষ্টের পর এখানকার সাংবাদিকতার মানোন্নয়ন হয়েছে। সাংবাদিকতার নামে চাঁদাবাজী বন্ধ হয়েছে। এখন আমাদেরকে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে প্রকৃত সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে।” যারা চাঁদাবাজীতে লিপ্ত ছিল, যারা সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার বাদি অথবা প্রত্যক্ষ সহযোগী তাদের বাদ দিয়ে প্রকৃত সাংবাদিকদের এক মঞ্চে আসার আহ্বান জানান তিনি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































