সহকারী প্রধান শিক্ষক সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন

- Update Time : ০৬:৫৭:০৮ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
- / ৩১৬ Time View
বাংলাদেশ সহকারী প্রধান শিক্ষক সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সবুজ কানন স্কুল এন্ড কলেজে গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়।
কোরআন তেলয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা থেকে আগত সহকারি প্রধান শিক্ষকগন বক্তব্য রাখেন।
হিলফুল ফুজুল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ রফিকুল ইসলাম রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারী প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব শেখ মোঃ জসিম উদ্দীন।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারী প্রধান শিক্ষক সমিতির ঢাকা মহানগরীর সাধারন সম্পাদক বি সি এস আই আর স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ জাফ্রুল্লাহ।
সম্মেলনে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ শফিউল আলম কে , সভাপতি এবং কওমী জুট মিলস্ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক কে , সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
এ ছাড়াও সবুজ কানন স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ মাসুদ আলম সিনিয়র সহ সভাপতি , সোনামুখি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ রেজাউল করিম রেজা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
সিরাজগঞ্জ সদর ও অন্যান্য উপজেলা থেকে সহকারী প্রধান শিক্ষকগণ সম্মেলনে উপস্থিত হন।
প্রধান বক্তা শেখ মোঃ জসিম উদ্দীন বলেন , এখন অনেক জায়গায় প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদটিতে নিয়োগ বানিজ্য হচ্ছে। এই নিয়োগ বানিজ্য ঠেকাতে সহকারী প্রধান শিক্ষককে পদায়নের মাধ্যমে প্রধান শিক্ষক পদে নিয়োগ দিতে হবে।
নিয়োগ এনটিআরসির মাধ্যমে প্রধান শিক্ষকের প্যানেল তৈরি করে পদায়ন করতে হবে। যে সকল সহকারী প্রধান শিক্ষক এর অভিজ্ঞতা কমপক্ষে তিন বছর হবে শুধু তাঁরাই প্যানেলভুক্ত হবেন।
সিনিয়ারিটির মাধ্যমে প্যানেল থেকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন। এ প্যানেল অঞ্চল ভিত্তিক হতে পারে। যেমন মহানগর, জেলা, উপজেলা ভিত্তিক হতে পারে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মাসুদ আলম।