ঢাকা ০৯:২১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
২৪ ঘণ্টার মধ্যে ১৫ সেনা কর্মকর্তাকে আদালতে আনতে হবে: চিফ প্রসিকিউটর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ পাকিস্তান সেনা-তালেবানের মধ্যে গোলাগুলি, সীমান্তে উত্তেজনা তিন সপ্তাহ পর নতুন সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয় আজ ইতালি যাচ্ছেন প্রধান উপদেষ্টা চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে ভাঙচুর ও গোলাগুলি প্রতিষ্ঠার দুই দশক পর টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে মাভাবিপ্রবি বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শনসংক্রান্ত অনুচ্ছেদ সংবিধান থেকে বিলুপ্তি চায় জাতীয় ঐকমত্য কমিশন ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া ৯ মাসে ইতালিতে পাড়ি জমানো অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশী

সস্ত্রীক সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের অভিযোগ

মোঃ হানিফ হোসেন, টঙ্গী প্রতিনিধি
  • Update Time : ০৫:১৩:২২ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • / ৩০৭ Time View

গাজীপুরের টঙ্গীর তা’মীরুল মিল্লাত ট্রাস্ট এলাকার ডি আইটি ট্যাওয়ারে সাবেক সেনাসদস্য সর্দার নজরুল ইসলাম ও তার পরিবারের বিরুদ্ধে গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে।

অভিযুক্ত সর্দার নজরুল ইসলাম (সাবেক সার্জেন্ট, মৃত সর্দার আনিসুর রহমানের পুত্র) ও তার স্ত্রী রেশমা—যার গ্রামের বাড়ি নাটোরে—বসবাস করেন ডি আইটি টাওয়ারের দ্বিতীয় তলায়।

১৫ বছর বয়সী গৃহকর্মী রানী, যিনি প্রায় ৬ বছর ধরে ওই বাসায় কাজ করছেন, তাকে নিয়মিতভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হতো।

ঘটনার সূত্রপাত হয় গত শুক্রবার, দুই শিশুপুত্রের মধ্যে ঝগড়ার জেরে। রেশমা ও সার্জেন্ট নজরুল ইসলাম নিজেই স্বীকার করেছেন—তৎক্ষণাৎ রেগে গিয়ে দুই ছেলে ও রানীকে মারধর করেন।

তাঁর ভাষায়, “রাগের মাথায় মারার পরে রানী পড়ে যায়, শরীরে আঘাত পায়। ভুল করেছি বুঝতে পারছি।

তবে স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। অনেক দিন ধরেই রানীর ওপর এমন নির্যাতন চলছিল। স্থানীয় বাসিন্দারা জানান, ওই দিন গৃহকর্মী রানীর গায়ে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে, এবং তার শারীরিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়।

সাংবাদিকদের কাছে রানী জানান, “আমাকে প্রায় সময় বেঁধে মারতো। কোনো কাজে দেরি হলেই বা ভুল হলেই আমাকে প্রচণ্ডভাবে মারধর করত। আর সহ্য হচ্ছিল না, তাই আজকে সাহস করে বেরিয়ে এসে প্রতিবেশীদের জানাই।”

তা’মীরুল মিল্লাত ট্রাস্টের নির্বাহী কমিটির সদস্য নেয়ামতুল্লাহ শাকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাটি অত্যন্ত লজ্জাজনক ও মানবতাবিরোধী। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমি টঙ্গী পশ্চিম থানা পুলিশকে অবহিত করি এবং সংবাদমাধ্যমকে জানাই। পরবর্তীতে পুলিশ এসে রানীকে উদ্ধার করে এবং অভিযুক্তদের হেফাজতে নেয়।”

তিনি আরও জানান, “আমাদের ট্রাস্টে যেন ভবিষ্যতে এমন কোনো ন্যক্কারজনক ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে আমরা কঠোর ব্যবস্থা নেব। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান জানিয়েছেন, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রানীকে চিকিৎসা ও নিরাপত্তা দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

সস্ত্রীক সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের অভিযোগ

মোঃ হানিফ হোসেন, টঙ্গী প্রতিনিধি
Update Time : ০৫:১৩:২২ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫

গাজীপুরের টঙ্গীর তা’মীরুল মিল্লাত ট্রাস্ট এলাকার ডি আইটি ট্যাওয়ারে সাবেক সেনাসদস্য সর্দার নজরুল ইসলাম ও তার পরিবারের বিরুদ্ধে গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে।

অভিযুক্ত সর্দার নজরুল ইসলাম (সাবেক সার্জেন্ট, মৃত সর্দার আনিসুর রহমানের পুত্র) ও তার স্ত্রী রেশমা—যার গ্রামের বাড়ি নাটোরে—বসবাস করেন ডি আইটি টাওয়ারের দ্বিতীয় তলায়।

১৫ বছর বয়সী গৃহকর্মী রানী, যিনি প্রায় ৬ বছর ধরে ওই বাসায় কাজ করছেন, তাকে নিয়মিতভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হতো।

ঘটনার সূত্রপাত হয় গত শুক্রবার, দুই শিশুপুত্রের মধ্যে ঝগড়ার জেরে। রেশমা ও সার্জেন্ট নজরুল ইসলাম নিজেই স্বীকার করেছেন—তৎক্ষণাৎ রেগে গিয়ে দুই ছেলে ও রানীকে মারধর করেন।

তাঁর ভাষায়, “রাগের মাথায় মারার পরে রানী পড়ে যায়, শরীরে আঘাত পায়। ভুল করেছি বুঝতে পারছি।

তবে স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। অনেক দিন ধরেই রানীর ওপর এমন নির্যাতন চলছিল। স্থানীয় বাসিন্দারা জানান, ওই দিন গৃহকর্মী রানীর গায়ে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে, এবং তার শারীরিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়।

সাংবাদিকদের কাছে রানী জানান, “আমাকে প্রায় সময় বেঁধে মারতো। কোনো কাজে দেরি হলেই বা ভুল হলেই আমাকে প্রচণ্ডভাবে মারধর করত। আর সহ্য হচ্ছিল না, তাই আজকে সাহস করে বেরিয়ে এসে প্রতিবেশীদের জানাই।”

তা’মীরুল মিল্লাত ট্রাস্টের নির্বাহী কমিটির সদস্য নেয়ামতুল্লাহ শাকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাটি অত্যন্ত লজ্জাজনক ও মানবতাবিরোধী। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমি টঙ্গী পশ্চিম থানা পুলিশকে অবহিত করি এবং সংবাদমাধ্যমকে জানাই। পরবর্তীতে পুলিশ এসে রানীকে উদ্ধার করে এবং অভিযুক্তদের হেফাজতে নেয়।”

তিনি আরও জানান, “আমাদের ট্রাস্টে যেন ভবিষ্যতে এমন কোনো ন্যক্কারজনক ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে আমরা কঠোর ব্যবস্থা নেব। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান জানিয়েছেন, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রানীকে চিকিৎসা ও নিরাপত্তা দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।