সরাইলে শীতার্ত মানুষের মাঝে বন্ধু ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

- Update Time : ০৪:৫৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
- / ২১৯ Time View
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শতাধিক শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) বিকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চৌরাগোদা এলাকায় আনুষ্ঠানিকভাবে শীত বস্ত্র বিতরণ করা হয়।
সরাইল উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শফিকুর রহমান এর সভাপতিত্ব ও বন্ধু ফাউন্ডেশনের ফাউন্ডার সরাইল প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক জহিরুল ইসলাম রিপণ এর সঞ্চালনায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ হাদিছ মিয়া, প্রবাসি হেবজুল বারি ফায়েজ ,সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ আব্দুল করিম ও ফখরুদ্দিন হৃদয়, সাংবাদিক ফয়জুল কবীর ও আব্দুল মমিন প্রমাণ ।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন ক্বারী মোঃ জামাল হোসেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শীত বস্ত্র নিতে আসা শিশুসহ নারী-পুরুষগণ এ সময় উপস্থিত ছিলেন।