সরাইলে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

- Update Time : ০৭:১০:০৪ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩
- / ৯৫৪ Time View
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি মোঃ নজরুল মিয়া (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে সরাইল থানার পুলিশ।
রবিবার (২ জুলাই ) দুপুরে সরাইল থানাধীন শাহবাজপুর হইতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নজরুল মিয়া উপজেলার শাহজাদাপুর (মধ্যপাড়া) গ্রামের মোঃ নূরুল ইসলামের ছেলে।
সরাইল থানার পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তাতে উল্লেখ করা হয়, গত সোমবার (২৬ জুন) সকালে উপজেলার শাহজাদপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামে আসামীর বসত বাড়ির পশ্চিম ভিটির টিনশেড বসত ঘরে দুলাভাই কর্তৃক ৭ বছরের শিশু শালিকে ধর্ষণ করে।
সংবাদ পেয়ে অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ জসিম উদ্দিন ওই শিশুকে উদ্ধার করে ব্রাক্ষণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন।
এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে জামাই এর বিরুদ্ধে থানায় একটি ধর্ষণ মামলা করেন।