সরকার পরিবর্তনের ৬ মাস; কুবিতে যা যা ঘটেছে

- Update Time : ১২:০৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
- / ৪৪ Time View
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশব্যাপী প্রতিটা ক্ষেত্র থেকে শুরু করে প্রতিষ্ঠানের শীর্ষপদ গুলোতে রদবদল, পরিবেশ-সংস্কৃতিতের লেগেছে পরিবর্তনের হাওয়া। কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও (কুবি) প্রশাসনিক পদ থেকে শুরু করে ক্যাম্পাস প্রাঙ্গণে এসেছে আমূল পরিবর্তন। ছাত্ররাজনীতি নিষিদ্ধ, প্রশাসনের শীর্ষ তিন পদে নতুন মুখ, বঙ্গবন্ধু ও শেখ হাসিনা হলের নাম পরিবর্তন, শিবির সভাপতি-সেক্রেটারির আত্মপ্রকাশ, ছাত্রলীগ কর্মী ধরিয়ে দেওয়া ইত্যাদি।
শেখ হাসিনা সরকারের পতনের পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো একনজরে দেখে নেওয়া যাক—
ছাত্ররাজনীতি নিষিদ্ধ:
গতবছরের ৮ই আগস্ট ১০০ তম সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে প্রশাসন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আইনের ৪৩-এর (ঘ) অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারবেন না বলে নীতিমালা থাকায় সিন্ডিকেটে নতুন এই সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
উপাচার্য, উপ-উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ:
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পটপরিবর্তনের ফলে শিক্ষক-শিক্ষার্থীদের দাবির মুখে গতবছরের ১১ আগস্ট পদত্যাগ করেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। এছাড়া গতবছরের ২৮ আগস্ট উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির এবং ১০ আগস্ট পদত্যাগ করেন প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. কাজী ওমর সিদ্দিকী।
সাবেক উপাচার্য আবদুল মঈনের বিরুদ্ধে মামলা:
গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হওয়া গতবছরের ১১ জুলাইয়ের হামলার ঘটনায় বিস্ফোরক পদার্থ আইনে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, সাবেক প্রক্টর ড. কাজী ওমর সিদ্দিকী সহ ৩৬ জন এবং অজ্ঞাতনামা ৫০-৬০ জন উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে মো: সাখাওয়াত হোসেন নামের এক ব্যক্তি গতবছরের ১৮ সেপ্টেম্বর কুমিল্লার সদর দক্ষিণ থানায় এই মামলাটি করেন।
নতুন উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ:
গতবছরের ২২ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে অষ্টম উপাচার্য হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশলী বিভাগের অধ্যাপক ড. মোঃ হায়দার আলী। একইদিন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য পদে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মাসুদা কামাল এবং ট্রেজারার পদে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান নিয়োগপ্রাপ্ত হন।
বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলীর বিরুদ্ধে মামলা:
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁসের অভিযোগে গতবছরের ৯ অক্টোবর রাজধানীর কাফরুল থানায় এনামুল হক (৩৯) নামের এক ব্যক্তি বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে প্রধান আসামি করে ১৯ জন এবং অজ্ঞাতনামা ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলায় ১১ নম্বর আসামি হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক এবং বর্তমানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী।
প্রশাসনের ৩০ কর্মকর্তা-কর্মচারীকে বদলি:
গতবছরের ২৩ অক্টোবর এক অফিস আদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ এবং দপ্তরে কর্মরত ২০ জন কর্মকর্তা এবং ১০ জন কর্মচারীকে বিভিন্ন দপ্তর, বিভাগ এবং হলে রদবদল করা হয়েছে।
এম. ফিল ও পিএইচডি প্রোগ্রাম চালু:
গতবছরের ১৪ নভেম্বর ৮২তম অ্যাকাডেমিক কাউন্সিল সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী অবশেষে কুবিতে চালু হয় এম. ফিল ও পিএইচডি প্রোগ্রাম। অর্থাৎ যে বিভাগগুলো পিএইচডি ও এম. ফিল প্রোগ্রাম চালু করতে চায় সে বিভাগগুলো নিজেদের সক্ষমতার বিষয়ে প্রশাসনকে অবহিত করবে। সেই অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে ভর্তি বিজ্ঞপ্তির মতো এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং সে অনুযায়ী প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে।
দুই আবাসিক হলের নাম পরিবর্তন:
গত ২১ নভেম্বর শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ১০১ তম সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪’ হল এবং শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে ‘সুনীতি শান্তি’ হল নামকরণ করা হয়। এছাড়া নতুন ক্যাম্পাসের ছাত্র হল-১ এর নামকরণ করা হয়েছে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহিদ শিক্ষার্থী ‘শহিদ আব্দুল কাইয়ুম’ এর নামে।
ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারির আত্মপ্রকাশ:
গতবছরের ১৯ নভেম্বর প্রথমবারের মত বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক। শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে আছেন লোক প্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইউসুফ ইসলাহি। সাধারণ সম্পাদক হিসেবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একই বর্ষের শিক্ষার্থী শেখ মোজাহেরুল ইসলাম। এছাড়া এবছরের ০৪ জানুয়ারি ঘোষিত নতুন কমিটিতেও তারাই বহাল রয়েছেন।
চার ছাত্রলীগ কর্মীকে পুলিশে সোপর্দ:
গতবছরের ১২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী রাকেশ দাস এবং অর্থনীতি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী এসকে মাসুম ও ২৫ ডিসেম্বর মার্কেটিং বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী বিপ্লব চন্দ্র দাস এবং গত ১২ জানুয়ারি গণিত বিভাগের স্নাতকোত্তর ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী অর্ণব সিংহ রায়কে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
শিক্ষক সমিতির কার্যক্রম বন্ধ ঘোষণা:
গতবছরের ৩০ ডিসেম্বর ডাকা এক সাধারণ সভায় নির্ধারিত সময়ের ৪৫ মিনিট অতিবাহিত হলেও কোরাম পূর্ণ না হয়নি বিধায় পরবর্তী নির্বাচন বা শিক্ষক সমিতির পরবর্তী কার্যক্রম নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি শিক্ষক সমিতি। পরেরদিন ৩১ ডিসেম্বর একটি বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির কার্যক্রমের পরিসমাপ্তি টানেন সংগঠনটির সদ্য সভাপতি অধ্যাপক ড. আবু তাহের এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ড. মাহমুদুল হাছান।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামাঙ্কিত প্রতিষ্ঠাকালীন ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন:
দীর্ঘ ছয় বছর পর প্রশাসনের উদ্যোগে ছয় লক্ষ টাকার বাজেটে ফের ভিত্তিপ্রস্তরটি পুনঃস্থাপনের কাজ শুরু হয়। ২০১৯ সালে আওয়ামী সরকারের আমলে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাস্তা সম্প্রসারণ এবং সৌন্দর্য বর্ধনের জন্য ভিত্তিপ্রস্তরটি ভাঙা হয়। এরপর বিভিন্ন সময় ফলকটি পুনঃস্থাপনের দাবি জানালেও সেটি কার্যকর করা হয়নি।
নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত:
সর্বশেষ গত ৩০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৮৫তম (জরুরি) অ্যাকাডেমিক কাউন্সিল সভায় উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলীর সভাপতিত্বে উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়।
শিক্ষার্থী অপহরণ:
গত ৩০ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী শাকিল আহমেদ সবুজকে একটি চক্র অপহরণ করে। অপহরণের প্রায় চার ঘন্টা পর রাত আড়াইটার দিকে কুমিল্লা শহরের তোয়া হাউজিং এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করে পুলিশ। ঘটনা পরবর্তীতে ৩১ জানুয়ারি কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় ভুক্তভোগী শাকিল নিজে বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
সেকশন অফিসার মাজেদের বেতন-ভাতা বন্ধ:
দীর্ঘ ছয় মাস যাবৎ কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম মাজেদ এর বেতন ভাতা বন্ধ করেছে প্রশাসন।