ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ

সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির কালো পতাকা মিছিল

নওরোজ ডেস্ক
  • Update Time : ০৭:৫৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
  • / ১৯১ Time View

সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির কালো পতাকা মিছিল শুরু হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এই মিছিলের উদ্বোধন করেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এই কালো পতাকা মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশ নিয়েছেন।

শুক্রবার ২৫ আগস্ট বিকাল চারটার দিকে শুরু হয় এই কালো পতাকা মিছিল। নয়াপল্টন থেকে শুরু হয়ে মিছিলটি দয়াগঞ্জে শেষ হওয়ার কথা রয়েছে।

এর আগে শুক্রবার দুপুরের পর থেকেই বৃষ্টিতে ভিজে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে অংশ নিতে নয়াপল্টনে জড়ো হন নেতাকর্মীরা।

বিএনপির কালো পতাকা মিছিলের অগ্রভাগে অংশ নেন মহিলা দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এরপর পর্যায়ক্রমে স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষক দল, মুক্তিযোদ্ধা দল, তাঁতিদল ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের হাতে রয়েছে কালো পতাকা ও বিএনপির দলীয় পতাকা। এছাড়া মিছিল থেকে সরকারের পদত্যাগসহ খালেদা জিয়া এবং কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতেও দেখা গেছে নেতাকর্মীদের।

মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

এদিকে বিএনপি কালো পতাকা মিছিলকে কেন্দ্র অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাকরাইল, নাইটিঙ্গেল মোড়, ফকিরাপুলসহ আশপাশের এলাকায় পুলিশসহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান নিতে দেখা গেছে।

 

Please Share This Post in Your Social Media

সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির কালো পতাকা মিছিল

নওরোজ ডেস্ক
Update Time : ০৭:৫৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩

সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির কালো পতাকা মিছিল শুরু হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এই মিছিলের উদ্বোধন করেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এই কালো পতাকা মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশ নিয়েছেন।

শুক্রবার ২৫ আগস্ট বিকাল চারটার দিকে শুরু হয় এই কালো পতাকা মিছিল। নয়াপল্টন থেকে শুরু হয়ে মিছিলটি দয়াগঞ্জে শেষ হওয়ার কথা রয়েছে।

এর আগে শুক্রবার দুপুরের পর থেকেই বৃষ্টিতে ভিজে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে অংশ নিতে নয়াপল্টনে জড়ো হন নেতাকর্মীরা।

বিএনপির কালো পতাকা মিছিলের অগ্রভাগে অংশ নেন মহিলা দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এরপর পর্যায়ক্রমে স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষক দল, মুক্তিযোদ্ধা দল, তাঁতিদল ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের হাতে রয়েছে কালো পতাকা ও বিএনপির দলীয় পতাকা। এছাড়া মিছিল থেকে সরকারের পদত্যাগসহ খালেদা জিয়া এবং কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতেও দেখা গেছে নেতাকর্মীদের।

মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

এদিকে বিএনপি কালো পতাকা মিছিলকে কেন্দ্র অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাকরাইল, নাইটিঙ্গেল মোড়, ফকিরাপুলসহ আশপাশের এলাকায় পুলিশসহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান নিতে দেখা গেছে।