ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সরকার উৎখাতের ষড়যন্ত্রে নেমেছে একটি গোষ্ঠী: প্রধানমন্ত্রী

নওরোজ ডেস্ক
  • Update Time : ০৫:২০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
  • / ১৬৮ Time View

গাজীপুরে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রেললাইন কেটে ট্রেনের বগি ফেলে দিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রে নেমেছে একটি গোষ্ঠী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করে বীভৎস ঘটনা ঘটানো হচ্ছে দেশে।

বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নতুন কমিটির সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমি ঠিক জানি না, মানুষকে পুড়িয়ে মারার মধ্য দিয়ে কী আন্দোলন হয়, সেটা আমার জানা নেই। আমরাও আন্দোলন করেছি জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আর মানুষের অর্থনৈতিক উন্নতি যেন হয়, সেটা চিন্তা করে। কিন্তু আমি এ রকম আন্দোলন দেখিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, এটা দেখেছি পাকিস্তানি হানাদার বাহিনীকে, তারা আমাদের এভাবে সব জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দিয়েছে। আর এখন দেখি ফিলিস্তিনের ওপর ইসরায়েলের হামলা, হাসপাতাল রেহাই পায় না। হাসপাতালের ওপর পর্যন্ত তারা বোমা হামলা করে। ঠিক আমাদের দেশে যেন সেই চিত্রটাই দেখতে পাই।

তিনি বলেন, যখন আন্দোলনের নামে অ্যাম্বুলেন্সের ওপর হামলা করা, পুলিশ ফাঁড়িতে ঢুকে সেখানে অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেওয়া, পুলিশের ওপর হামলা, পুলিশকে মাটিতে ফেলে পিটিয়ে পিটিয়ে হত্যা করা, এ রকম বীভৎস ঘটনা বাংলাদেশে ঘটানো হচ্ছে। এটা নাকি আন্দোলন। তাহলে কার স্বার্থে আন্দোলন?

তিনি আরও বলেন, ক্ষমতা আঁকড়ে ধরে রাখার কোনো চেষ্টা করছি না আমরা। জনগণ যাকে ভোট দেবে, সেই দল ক্ষমতায় আসবে। যুদ্ধের খেলা শুরু হয়েছে বিশ্বে। কারও করুণায় চলবে না বাংলাদেশ, এটাই লক্ষ্য।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

সরকার উৎখাতের ষড়যন্ত্রে নেমেছে একটি গোষ্ঠী: প্রধানমন্ত্রী

নওরোজ ডেস্ক
Update Time : ০৫:২০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩

গাজীপুরে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রেললাইন কেটে ট্রেনের বগি ফেলে দিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রে নেমেছে একটি গোষ্ঠী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করে বীভৎস ঘটনা ঘটানো হচ্ছে দেশে।

বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নতুন কমিটির সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমি ঠিক জানি না, মানুষকে পুড়িয়ে মারার মধ্য দিয়ে কী আন্দোলন হয়, সেটা আমার জানা নেই। আমরাও আন্দোলন করেছি জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আর মানুষের অর্থনৈতিক উন্নতি যেন হয়, সেটা চিন্তা করে। কিন্তু আমি এ রকম আন্দোলন দেখিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, এটা দেখেছি পাকিস্তানি হানাদার বাহিনীকে, তারা আমাদের এভাবে সব জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দিয়েছে। আর এখন দেখি ফিলিস্তিনের ওপর ইসরায়েলের হামলা, হাসপাতাল রেহাই পায় না। হাসপাতালের ওপর পর্যন্ত তারা বোমা হামলা করে। ঠিক আমাদের দেশে যেন সেই চিত্রটাই দেখতে পাই।

তিনি বলেন, যখন আন্দোলনের নামে অ্যাম্বুলেন্সের ওপর হামলা করা, পুলিশ ফাঁড়িতে ঢুকে সেখানে অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেওয়া, পুলিশের ওপর হামলা, পুলিশকে মাটিতে ফেলে পিটিয়ে পিটিয়ে হত্যা করা, এ রকম বীভৎস ঘটনা বাংলাদেশে ঘটানো হচ্ছে। এটা নাকি আন্দোলন। তাহলে কার স্বার্থে আন্দোলন?

তিনি আরও বলেন, ক্ষমতা আঁকড়ে ধরে রাখার কোনো চেষ্টা করছি না আমরা। জনগণ যাকে ভোট দেবে, সেই দল ক্ষমতায় আসবে। যুদ্ধের খেলা শুরু হয়েছে বিশ্বে। কারও করুণায় চলবে না বাংলাদেশ, এটাই লক্ষ্য।

নওরোজ/এসএইচ