সরকারি অফিসে এখনও ফ্যাসিবাদীদের চাটুকার বসে আছে: সারজিস আলম
- Update Time : ০৭:৫২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
- / ৫১ Time View
জাতীয় নাগরিক কমিটি-এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন যে, ফ্যাসিবাদীদের অনেক চাটুকার এখনও সরকারি অফিসে ঘাপটি মেরে বসে আছে। তিনি আরও দাবি করেন যে আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যের প্রশ্নে বিএনপি ও জামায়াত এককভাবে নেতৃত্ব দিতে অক্ষম, সেখানে এনসিপির প্রতিনিধিত্ব অপরিহার্য।
রবিবার সকালে কিশোরগঞ্জে জেলা এনসিপির এক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার পর সাংবাদিকদের সাথে কথোপকথনে তিনি এ সব মন্তব্য করেন।
সারজিস আলম তার বক্তব্যে জুলাই সনদ বাস্তবায়নের ওপর জোর দেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আদেশ জারি এবং গণভোটে জুলাই সনদের পক্ষে রায় আসার পরই কেবল এনসিপি সনদে স্বাক্ষর করবে। তিনি বলেন, “তার পূর্বে কোন নিশ্চয়তা ছাড়া, শুধুমাত্র একটি কাগজে লেখা সনদে স্বাক্ষর করে জনগণের সাথে প্রতারণা করা যাবে না।”
তিনি এনসিপির জোট গঠনের নীতিও স্পষ্ট করেন। তিনি বলেন, শুধু কয়েকটি আসন পাওয়ার জন্য এনসিপি জোট করবে না। তার মতে, যে দলই জুলাই সনদের সংস্কার বাস্তবায়ন, বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিকতা রক্ষা, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান এবং আওয়ামী লীগ-জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে লড়াইয়ে কমিটেড থাকবে, কেবল তাদের সাথেই এনসিপি নির্বাচনী ঐক্য গড়তে পারবে।
নির্বাচন কমিশনের বিরুদ্ধে কঠোর ভাষায় অভিযোগ তুলে সারজিস আলম বলেন, “নির্বাচন কমিশন অনেক জায়গা থেকে স্বেচ্ছাচারিতা করছে এবং পক্ষপাতদুষ্ট আচরণ করছে।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি এনসিপিকে তাদের নির্বাচনী প্রতীক ‘শাপলা’ পেতে রাজপথে নামতে হয়, তাহলে তারা একই সাথে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতেও আন্দোলন চালাবে। তার মতে, এই কমিশনকে নিজের কাজ ও কথার মাধ্যমে নিরপেক্ষতা প্রমাণ করতে হবে।
এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমন্বয় সভায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, কেন্দ্রীয় কমিটির সংগঠক খাইরুল কবির, সংগঠক সাঈদ উজ্জ্বল, কেন্দ্রীয় কমিটি সদস্য দিদার শাহ্ সহ দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।







































































































































































































