নাটোর-১ আসন
সম্ভ্যাব্য প্রার্থীদের পদচারণায় সরব লালপুর-বাগাতিপাড়া

- Update Time : ০২:৫৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
- / ১০৩ Time View
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন তারিখ চূড়ান্ত না হলেও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) সম্ভাব্য প্রার্থীদের পদচারণায় সরব হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ এ আসনটি।
লালপুর-বাগাতিপাড়া উপজেলার ২টি পৌরসভা ও ১৫ টি ইউনিয়ন নিয়ে গঠিত নাটোর-১ আসন। ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রিক্সা প্রতিক নিয়ে আওয়ামী লীগের মমতাজ উদ্দিন, ১৯৮৮ সালে জাতীয় পার্টির নওসের আলী বাদশা, ১৯৯১ , ১৯৯৬ ,২০০১ সালে টানা তিন মেয়াদে বিএনপি’র ফজলুর রহমান পটল, ২০০৮ সালে জাতীয় পার্টির আবু তালহা, ২০১৪ আওয়ামী লীগের অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, ২০১৮ সালে আওয়ামী লীগের শহিদুল ইসলাম বকুল, ২০২৪ এ স্বতন্ত্র প্রার্থী এডভোকেট আবুল কালাম আজাদ এই আসনে এমপি নির্বাচিত হয়েছিল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি, জামায়াত ও আমার বাংলাদেশ পাটির নেতারা জোরে সোরে গণসংযোগ চালিয়ে যাচ্ছে। ফলে সরব হয়ে উঠছে এলাকা।
বিএনপির চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা, সাবেক মন্ত্রী মরহুম ফজলুর রহমান পটল লালপুর-বাগাতিপাড়া এলাকায় অত্যান্ত জনপ্রিয় নেতা ছিলেন, তিনি এলাকায় আসলে নারী, পুরুষ, শিশু, শ্রমিক, কৃষকরা দেখার ও বক্তব্য শুনার জন্য রাস্তায় নেমে আসতো। এ কারণে এই আসনটিকে বিএনপির দুর্গ বলা হয়ে থাকে। বর্তমানে বিএনপির দুর্গে নিজেদের মধ্যে গ্রুপিংয়ে জর্জরিত হয়ে পড়েছে। সাধারণ কর্মীরা হতাশার মধ্যে দিন অতিবাহিত করলেও এবার দলটির মনোনয়ন চাইবেন সাবেক প্রতিমন্ত্রী ও বার বার নির্বাচিত সংসদ সদস্য মরহুম ফজলুর রহমান পটলের মেয়ে, বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক পরামর্শক কমিটির বিশেষ সহকারী, বিএনপির মিডিয়া সেলের সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল ও তার ভাই ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি লালপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও নাটোর জেলা বিএনপির সদস্য ডাক্তার ইয়াসির আরশাদ রাজন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও দীর্ঘদিন থেকে বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকারী এডভোকেট তাইফুল ইসলাম টিপু।
২০১৮ সালে বিএনপি’র মনোনয়ন পান সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের স্ত্রী সাবেক অধ্যক্ষ কামরুন্নাহার শিরীন। নির্বাচনের পরে তিনি এলাকায় নেতাকর্মীদের খোঁজ খবর নেননি বলে অভিযোগ রয়েছে।
স্বৈরাচার হাসিনা সরকারের ১৭ বছরে বিএনপির তেমন কর্মকাণ্ড না থাকলেও এখন নিজেদের মধ্যেই কাদা ছোড়াছুড়ি করায় ভাবাচ্ছে তৃণমূলকে।
জামায়াত দলীয় প্রার্থী ঘোষণা দিয়েছেন লালপুর উপজেলা আমির ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদকে। তিনি প্রচারণায় বেশ সাড়া ফেলেছেন। নানা কর্মসূচি নিয়ে নির্বাচনি এলাকার সব পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন। তিনি বলেন, জনগণ তাকে বিজয়ী করলে এলাকার কেউ আর বঞ্চিত বা বৈষ্যমের শিকার হবে না।
এবি পার্টি থেকে এখানে প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন দলের জেলা কমিটির সদস্য সচিব এবং কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও বেসরকারি খাতবিষয়ক সহ-সম্পাদক এ এস এম মোকাররেবুর রহমান নাসিম। তিনি পেশায় একজন শিক্ষক হওয়ায় দুটি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষক কর্মচারীদের মাঝে মতবিনিময় করে শিক্ষকদের সহযোগিতা কামনা করেছেন। এছাড়া এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এছাড়া এই আসনটিতে অন্যান্য দলগুলোর তেমন কোনো তৎপরতা দেখা যায়নি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়