সম্পত্তির জন্য পিতাকে কোপালো দুই ছেলে

- Update Time : ০৫:৩৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / ৫৫১ Time View
গাজীপুরের টঙ্গীতে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দুই ছেলে কর্তৃক এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত হয়েছেন মোহাম্মদ খোরশেদ আলম (৬৫)। তিনি টঙ্গীর খৈরতুল কবরস্থান রোড এলাকার জমজম টাওয়ারের পেছনে অবস্থিত তাসলিমা ভিলা এর মালিক ।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টার দিকে পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে খোরশেদ আলমের দুই ছেলে—বড় ছেলে মাহবুব ও ছোট ছেলে মোহাম্মদ দ্বীন ইসলাম—তাদের পিতার ওপর এলোপাথাড়ি হামলা চালায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড ট্রমা ইউনিটে পাঠানো হয়।
খোরশেদ আলমের স্ত্রী তাসলিমা বেগম বলেন, আমার স্বামী দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে ছেলেদের চাপের মুখে ছিলেন। আজ সকালে হঠাৎ তারা দু’জন মিলে তার ওপর হামলা চালায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সম্পত্তি নিয়ে এই পরিবারের দ্বন্দ্ব বহুদিনের পুরনো, তবে ছেলেদের এভাবে পিতাকে কুপিয়ে আহত করার ঘটনায় তারা হতবাক।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিব বলেন, ঘটনার বিষয়ে আমরা শুনেছি। লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত দুই ছেলে বর্তমানে পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এই ঘটনা আবারও প্রমাণ করল, সম্পত্তি নিয়ে পারিবারিক দ্বন্দ্ব কতটা ভয়াবহ রূপ নিতে পারে।