সমালোচনা শোনার মানসিকতা রাজনৈতিক দলেরও থাকতে হবে: আইন উপদেষ্টা

- Update Time : ০৮:৩৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / ৯৬ Time View
যার মুখে যা আসছে, যে যেভাবে চাইছে, সেভাবেই সরকারের সমালোচনা করতে পারছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
রাজনীতিকদেরও এমন মন্তব্য শোনার মানসিকতা রাখার আহ্বান জানান তিনি। আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এটা ভালো গণতন্ত্রের পথে ইতিবাচক পথচলা বলেও মনে করেন তিনি।
আসিফ নজরুল বলেন, ‘আগের সরকারের আমলগুলোতে দেখতাম, সরকারি দলের লোকেরা অন্যান্য রাজনৈতিক দলের লোকজনকে হুমকি দিতো। আর এখন উপদেষ্টা পরিষদে থাকা লোকজনকে বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন পক্ষ থেকে ইচ্ছেমতো যা মুখে আসে সমালোচনা করা হচ্ছে। এটা ভালো গণতান্ত্রিক উত্তরণ বলা যায়। তবে যারা রাজনৈতিক দলে আছেন, তাদেরও বলে রাখি, একই ধরনের কথাবার্তা কেউ আপনাদের উদ্দেশ্যে বললে, সেটা শোনার মানসিকতাও আপনাদের থাকতে হবে।’
এসময় আইন উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের আমলেই সুপ্রিম কোর্ট পৃথক সচিবালয় প্রতিষ্ঠা সম্ভব হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত অধ্যাদেশ উপদেষ্টা পরিষদের উঠানো হবে। উপদেষ্টা পরিষদ চাইলে এটা পাশ হবে।
তিনি বলেন, ‘আমার ধারণা এই অন্তর্বর্তী সরকারের আমলেই সুপ্রিম কোর্ট পৃথক সেক্রেটারিয়েট করতে পারব।’
নির্বাচন প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, ‘আমাদের সরকারের পক্ষ থেকে অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে আমরা জাতীয় নির্বাচন করার ব্যাপারে বদ্ধ পরিকর। এটা নিয়ে কোনোরকম দ্বিতীয় চিন্তা, আমরা কথা প্রসঙ্গেও আলোচনা করি না।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়