ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সমাবেশে আসবেন না সারজিস আলম, চিকিৎসকদের ভুয়া ভুয়া স্লোগান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৪:৪৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
  • / ৮৭ Time View

প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে চলমান সমাবেশে সারজিস আলমের না আসার খবরে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন চিকিৎসকরা। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে চলমান এই সমাবেশে এই ঘটনা ঘটে। পূর্ব ঘোষণা অনুযায়ী সমাবেশে আসার কথা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই নেতার।

এদিন দুপুরে সারজিস আলমের সঙ্গে কথা বলেন চিকিৎসকদের ভাতা বৃদ্ধির আন্দোলনে নেতৃত্বদানকারী ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডা. জাবির হোসেন। পরে সব চিকিৎসকের উদ্দেশ্যে সারজিস আলমের বার্তা পৌঁছে দেন।

বক্তব্যে ডা. জাবির হোসেন বলেন, ‘এই মাত্র সারজিস আলমের সঙ্গে আমার কথা হয়েছে। আজকের সর্বশেষ আপডেট হলো তিনি আমাদের আন্দোলনে আসতে পারছেন না বলে জানিয়েছেন। তিনি বলেছেন, ভাতা বৃদ্ধির জন্য নাকি তিনি অসংখ্য চেষ্টা করেও ৩০ হাজারের বেশি করতে পারেননি। তাই এবার ৩০ হাজারেই আমাদের অবরোধ ছেড়ে দিতে বলেছেন।’

তিনি বলেন, ‘আমরা সারজিসের আশ্বাসেই কিন্তু গতদিন শাহবাগ অবরোধ ছেড়ে দিয়েছিলাম। সেদিনই তিনিই ঘোষণা দিয়েছিলেন ভাতা বাড়ানো না হলে আজ তিনি আমাদের সঙ্গে আন্দোলনে যোগ দেবেন। কিন্তু তিনি কথা রাখেননি।’

জাবির হোসেন আরও বলেন, সারজিস আলম আমাদের বলেছেন আমরা যেন এবার ৩০ হাজার টাকাই মেনে নেই। পরবর্তীতে তিনি আগামী জুন-জুলাইয়ে আরেক দফা আমাদের জন্য লড়বেন এবং ভাতা বৃদ্ধির জন্য চেষ্টা করবেন।

এসময় উপস্থিত চিকিৎসকদের উদ্দেশ্যে সারজিস আলমের বক্তব্য মেনে নেবেন কি না তিনি প্রশ্ন রাখেন। তখন অন্যান্য চিকিৎসকরা ‘না’ ‘না’ বলে জবাব দেন। এমনকি এসময় ক্ষুব্ধ হয়ে অনেকে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন।

Please Share This Post in Your Social Media

সমাবেশে আসবেন না সারজিস আলম, চিকিৎসকদের ভুয়া ভুয়া স্লোগান

নিজস্ব প্রতিবেদক
Update Time : ০৪:৪৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে চলমান সমাবেশে সারজিস আলমের না আসার খবরে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন চিকিৎসকরা। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে চলমান এই সমাবেশে এই ঘটনা ঘটে। পূর্ব ঘোষণা অনুযায়ী সমাবেশে আসার কথা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই নেতার।

এদিন দুপুরে সারজিস আলমের সঙ্গে কথা বলেন চিকিৎসকদের ভাতা বৃদ্ধির আন্দোলনে নেতৃত্বদানকারী ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডা. জাবির হোসেন। পরে সব চিকিৎসকের উদ্দেশ্যে সারজিস আলমের বার্তা পৌঁছে দেন।

বক্তব্যে ডা. জাবির হোসেন বলেন, ‘এই মাত্র সারজিস আলমের সঙ্গে আমার কথা হয়েছে। আজকের সর্বশেষ আপডেট হলো তিনি আমাদের আন্দোলনে আসতে পারছেন না বলে জানিয়েছেন। তিনি বলেছেন, ভাতা বৃদ্ধির জন্য নাকি তিনি অসংখ্য চেষ্টা করেও ৩০ হাজারের বেশি করতে পারেননি। তাই এবার ৩০ হাজারেই আমাদের অবরোধ ছেড়ে দিতে বলেছেন।’

তিনি বলেন, ‘আমরা সারজিসের আশ্বাসেই কিন্তু গতদিন শাহবাগ অবরোধ ছেড়ে দিয়েছিলাম। সেদিনই তিনিই ঘোষণা দিয়েছিলেন ভাতা বাড়ানো না হলে আজ তিনি আমাদের সঙ্গে আন্দোলনে যোগ দেবেন। কিন্তু তিনি কথা রাখেননি।’

জাবির হোসেন আরও বলেন, সারজিস আলম আমাদের বলেছেন আমরা যেন এবার ৩০ হাজার টাকাই মেনে নেই। পরবর্তীতে তিনি আগামী জুন-জুলাইয়ে আরেক দফা আমাদের জন্য লড়বেন এবং ভাতা বৃদ্ধির জন্য চেষ্টা করবেন।

এসময় উপস্থিত চিকিৎসকদের উদ্দেশ্যে সারজিস আলমের বক্তব্য মেনে নেবেন কি না তিনি প্রশ্ন রাখেন। তখন অন্যান্য চিকিৎসকরা ‘না’ ‘না’ বলে জবাব দেন। এমনকি এসময় ক্ষুব্ধ হয়ে অনেকে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন।