সমঝোতা হয়নি, বুধবার চট্টগ্রাম বন্দর অবরোধ
- Update Time : ০৯:০৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / ২৭ Time View
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) বৈঠকে সমঝোতা না হওয়ায় বুধবারের বন্দর অবরোধ কর্মসূচি বহাল রেখেছে সংগঠনটি। সোমবার সকালে অনুষ্ঠিত বৈঠকে বন্দরের পক্ষে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্য (প্রকৌশল) কমডোর কাওছার রশিদ, সদস্য (হার্বার অ্যান্ড মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ ও সচিব ওমর ফারুক। স্কপের পক্ষে ছিলেন তপন দত্ত, কাজী শেখ নুরুল্লাহ বাহার, এস কে খোদা তোতনসহ বিভিন্ন সংগঠনের নেতা।
বন্দর কর্মকর্তারা জানান, এনসিটি টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার বিষয়ে যেসব আলোচনা চলছে তা চূড়ান্ত নয়। বর্তমানে বন্দর চেয়ারম্যান ছুটিতে আছেন, ফলে নভেম্বরের মধ্যে কোনো চুক্তির সম্ভাবনা নেই। তারা আরও জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা হলে অন্তর্বর্তী সরকারের পক্ষে এ ধরনের চুক্তি করার সুযোগও থাকবে না। তাই তড়িঘড়ি করে চুক্তি আগানোর পরিস্থিতি নেই।
স্কপ নেতারা বলেন, লালদিয়ার চর ও পানগাঁও ইজারা দেওয়ার দিন বিডার প্রধান নির্বাহী আশিক চৌধুরীর বলেছিলেন, ‘এনসিটি চুক্তি সাত দিনের মধ্যে হবে’। এই বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাদের দাবি, অন্তর্বর্তী সরকারের কৌশলগত চুক্তি করার নৈতিক কিংবা আইনি অধিকার নেই। স্কপ জানায়, তারা ৬ মাস ধরে আন্দোলন চালিয়ে আসছে, এতে শ্রমিক সমাজ, রাজনৈতিক দল ও সাধারণ মানুষ সমর্থন যুক্ত হয়েছে। এ অবস্থায় একতরফা আন্দোলন থেকে সরে দাঁড়ানো সম্ভব নয়।
ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সম্পাদক ইফতেখার কামালের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্কপের পূর্বঘোষিত বন্দর অবরোধ কর্মসূচি বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। মাইলের মাথা (সী মেন্স হোস্টেল), টোল রোডের টোলপ্লাজা গেট ও বড় পুল এলাকায় এই অবরোধ করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়






































































































































































































