কালীগঞ্জে শ্যামপূজায় ফজলুল হক মিলন
সব সময় আপনাদের সুখ-দুঃখে পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব
- Update Time : ০৯:৪১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
- / ৯৫ Time View
বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় মানুষের পাশে থাকে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আমাদের সবাইকে কাজ করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে আপনারা ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন যেন সবাই মিলেমিশে সত্যিকারের একটি গণতান্ত্রিক দেশ গড়ে তুলতে পারি। আমি সব সময় আপনাদের সুখ-দুঃখে পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব। সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলি উৎসবে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এ সব বলেন।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার তুমলিয়া ইউনিয়নস্থ ভাইয়াসূতি শ্রী জয়কালী ও রাধা গোবিন্দ মন্দিরে শক্তি ও শান্তির দেবী শ্যামা মায়ের আগমনে হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে পূজার আয়োজন এবং সর্বত্র আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে দিতে শ্যামা মাতার পূজা, তারকব্রক্ষ হরিনাম যজ্ঞানুষ্ঠান ও অষ্ঠকালীন লীলা কীর্ত্তন অনুষ্ঠিত হয়।
শ্যামাপূজা উদযাপন কমিটির কার্যকরী সভাপতি বাবু পানু চন্দ্র দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. খায়রুল আহসান মিন্টু, তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ।
শ্যামাপূজা উদযাপন কমিটির সদস্য লিটন চন্দ্র দাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. নাজমুল হাই মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আজাহার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন, শ্যামাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু রিপন চন্দ্র দাস প্রমূখ।







































































































































































































