সপ্তকের ঝুলিতে সর্বাধিক পুরস্কার

- Update Time : ০৭:৪৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
- / ১১২ Time View
বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস কালচারাল ফোরাম আয়োজিত “ফোক অ্যান্ড কালচারাল ফেস্ট ২০২৫” এ অংশগ্রহণ করে সর্বাধিক ৪টি সেগমেন্টে পুরষ্কার অর্জন করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন “সপ্তক”।
গত ৮ থেকে ১০ জুলাই আয়োজিত “ফোক অ্যান্ড কালচারাল ফেস্ট ২০২৫”-এ দেশের প্রায় ১৬টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে লোকগীতি, লোকনৃত্য, নাটক, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, নজরুল ও রবীন্দ্রসংগীত- এই আটটি সেগমেন্টে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। এবারের উৎসবে সপ্তক প্রায় প্রতিটি সেগমেন্টেই সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
১০ জুলাইয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সপ্তক চারটি ভিন্ন সেগমেন্টে শীর্ষস্থান অধিকার করে, যা অংশগ্রহণকারী সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ।
তাদের উল্লেখযোগ্য অর্জনগুলো হলো: লোকগীতিতে (পল্লীগীতি) ১ম স্থান এবং আধ্যাত্মিক সঙ্গীত ৩য় স্থান, কবিতা আবৃত্তিতে ১ম স্থান এবং নাটকে ৩য় স্থান। সপ্তকের এই বহুমুখী সাফল্য উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ছিল, যা দর্শক ও বিচারকদের ভূয়সী প্রশংসা লাভ করে।
“ফোক অ্যান্ড কালচারাল ফেস্ট ২০২৫”-এ অসাধারণ সাফল্যের পর, সপ্তকের কার্যনির্বাহী সদস্যরা শেকৃবি প্রশাসনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতে উভয়পক্ষ কুশল বিনিময় করেন এবং স্মারক আলোকচিত্র তোলেন।
এ সময় সপ্তকের সাধারণ সম্পাদক মো: নূর ইসলাম নাঈম সকল শিক্ষকের উপস্থিতিতে বলেন, “স্যার আপনাদের সহযোগিতা পেলে সামনে আমরাও এমন ন্যাশনাল অনুষ্ঠান আয়োজন করতে ইচ্ছুক।”
শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ সপ্তকের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং বলেন, “বিগত সময়ের চেয়ে বেশি অনুষ্ঠান তোমরা কয়েক মাসে উপভোগ করেছো। সামনে তোমাদের এমন উদ্যোগে আমরা পাশে থাকবো।”