সন্ত্রাস আর সংলাপ একসঙ্গে চলতে পারে না: মোদী

- Update Time : ০২:৪৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
- / ৬০ Time View
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জম্মু ও কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে আমাদের কোনো আলোচনা হবে না। আলোচনা হতে পারে শুধু সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ফিরিয়ে আনার বিষয়ে।
সোমবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মোদী এসব কথা বলেন। পাকিস্তানে চালানো অপারেশন সিঁদুরের পর তিনি প্রথমবারের মতো ভাষণ দিলেন। এর আগে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়।
প্রধানমন্ত্রী তার ২২ মিনিটের ভাষণে পাকিস্তান সরকার ও সেনাবাহিনীকে সন্ত্রাসবাদের মদদদাতা হিসেবে অভিযুক্ত করে কড়া হুঁশিয়ারি দেন। তিনি বলেন, একদিন এই সন্ত্রাসই তোমাদের ধ্বংস করে দেবে।
একইসঙ্গে মোদী স্পষ্ট করে দেন যে কাশ্মীর ইস্যুকে আলাদা করে দেখার সুযোগ নেই— এটি বৃহত্তর সন্ত্রাস ও নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে জড়িত।
তিনি বলেন, সন্ত্রাস আর সংলাপ একসঙ্গে চলতে পারে না… সন্ত্রাস আর বাণিজ্য একসঙ্গে চলতে পারে না… সন্ত্রাস আর পানিপ্রবাহ একসঙ্গে চলতে পারে না। আমরা যদি কখনো পাকিস্তানের সঙ্গে কথা বলি, সেটা হবে শুধু সন্ত্রাসবাদ ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর নিয়ে।
শোনা যাচ্ছিল, পাকিস্তান যুদ্ধবিরতির সঙ্গে কিছু শর্ত জুড়েছে— এর মধ্যে রয়েছে ইন্দাস পানি চুক্তি আবার কার্যকর করার শর্ত। তবে ভারত এমন জল্পনা পুরোপুরি নাকচ করে দিয়েছে। সোমবার রাতে সেই অবস্থান আরও জোর দিয়ে স্পষ্ট করেন প্রধানমন্ত্রী মোদী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়