সন্তান কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ মায়ের, প্রাণ গেল দুজনের

- Update Time : ০৬:৩৫:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
- / ৪২ Time View
গাজীপুরের শ্রীপুর উপজেলায় শিশুসন্তান কোলে নিয়ে এক মা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে পড়ে নিহত হয়েছেন। সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা সাতখামাইর বাজার রেললাইনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে বলে শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার ছাইদুর রহমান জানান।
নিহত ১১ মাস বয়সী শিশু রওজাতুল জান্নাত রাফসা। নাসরিন আক্তার(৩৫) গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া নিলফা বাজার গ্রামের এনামুল হকের মেয়ে।
স্থানীয়রা জানান, আজ সকাল সাড়ে নয়টা দিকে সাতখামাইর রেলস্টেশনে প্লাটফর্ম থেকে ১০০ গজ উত্তরে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী মহুয়া এক্সপ্রেস এর সামনে নাসরিন আক্তার (৩৫) তার বাচ্চা রওজাতুল জান্নাত রাফসা (১১)মাস কে নিয়ে আত্মহত্যা করার জন্য ট্রেনের সামনে এসে ঝাপ দেয়। পরবর্তীতে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন তিনি। তার সঙ্গে থাকা কন্যা শিশুটি গুরুতরআহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। পরে শিশুটিও মারা যায়।
শ্রীপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, সকাল সাড়ে ৯ টায় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের নিচে ১১ মাস বয়সী মেয়েকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেয় ওই নারী। এতে ঘটনাস্থলেই নারীর মৃত্যু হয়। পরে শিশুটিও মারা যায়।
নওরোজ/এসএইচ