বিভাগীয় কমিশনার খান মো: রেজা-উন-নবী
সততা, নৈতিকতা ও পেশাদারিত্বকে সমুন্নত রেখে সাংবাদিকতাকে এগিয়ে নিতে হবে
- Update Time : ১২:১৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / ৬৬ Time View
সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, সাংবাদিকতা একটি মর্যাদাপূর্ণ পেশা। একজন সাংবাদিক কাজের মাধ্যমে নিজেকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে তৈরি করতে পারেন।
সততা, নৈতিকতা ও পেশাদারিত্বকে সমুন্নত রেখে সাংবাদিকতাকে এগিয়ে নিতে তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
সিলেট প্রেসক্লাব-মাহা ১৩তম অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দক্ষিণ সুরমার কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশল হলে সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত বিভাগীয় কমিশনার বলেন, আগের চেয়ে সাংবাদিকতার পরিধি বেড়েছে।
এই বিশাল পরিধিতে সাংবাদিকদের অবদান রাখার বিশাল সুযোগ রয়েছে। সারা পৃথিবীতে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার বহু সাংবাদিক তাদের কর্মের মধ্য দিয়ে জগৎশ্রেষ্ঠ সাংবাদিকে পরিণত হয়েছেন। সাংবাদিকতা করতে ফিলিস্তিন সহ বিভিন্ন দেশে অনেক সাংবাদিক প্রাণ হারিয়েছেন। অন্যায়ের প্রতি জুলাই-আগস্ট বিপ্লবে সিলেটেও সাংবাদিক এটিএম তুরাব প্রাণ হারিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রফেশনালিজম তৈরি করেই সত্যিকারের প্রফেশনাল হতে হবে। তবেই, দেশ, জাতি ও সমাজ এগিয়ে যাবে।
বিভাগীয় কমিশনার আরো বলেন, অনেক বিদগ্ধ মানুষ, সমাজের সর্বশ্রেষ্ঠ মানুষ থেকে বিভিন্ন স্তরের লোকজন এই পেশায় সমবেত হয়েছেন। এমন পরিবেশে থাকতে পেরে আমার আনন্দ লাগছে।
এ সময় সভামঞ্চে প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক শুয়াইবুল ইসলাম, কোষাধ্যক্ষ আনিস রহমান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আব্দুল মজিদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, কার্যনিবাহী সদস্য শেখ আশরাফুল আলম নাসির, আব্দুর রাজ্জাক, সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সহকারী বিপুল তালুকদার প্রমুখ।
পরে ক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আব্দুল মজিদের সঞ্চালনায় পুরস্কারপ্রাপ্ত ১৫ সাংবাদিকের হাতে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেয়া হয়। পরে, মেম্বারস ফ্যামিলি ডে উপলক্ষে ক্রীড়া ইভেন্টর পুরস্কার ও ফ্যামিলি ডে গিফট বিতরণ করা হয়।



























































































































































































