সড়ক দুর্ঘটনায় ইবি শিক্ষার্থী নিহত, উপাচার্যের শোক প্রকাশ

- Update Time : ১২:২৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
- / ৫৭ Time View
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী মনির হোসাইন (২২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে ক্যাম্পাস শেষে বাসায় ফেরার পথে কুষ্টিয়া-কুমারখালি মহাসড়কে আলাউদ্দীন নগর এলাকায় ট্রাক ও সিএনজির সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ।
মনির হোসাইনের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার শান্তি ও মাগরিফতার কামনা করেন এবং নিহত শিক্ষার্থীর পিতাকে সান্তনা দেন।
এ সময় থিওলজি এ্যান্ড ইসলামীক স্ট্যাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী এবং আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোঃ তোজাম্মেল হোসেনসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন।
নিহত মনির হোসাইনের বাড়ি কুষ্টিয়ার কুমারখালির ঝাওতলা এলাকায়। তার বাবার নাম বিল্লাল হোসেন। দুই ভাই ও দুই বোনের মধ্যে মনির হোসাইন ছিল সবার বড়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়