ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
বাকৃবিতে নারী হয়ে নিজের সহপাঠীর অপ্রীতিকর ছবি সিনিয়র ভাইকে পাঠানোর অভিযোগ ‘লগি-বৈঠার তাণ্ডবের বিচার বাংলার মাটিতেই হবে’ তিন বিচারপতিকে শোকজের তথ্য সত্য নয়: সুপ্রিম কোর্ট ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন গণপূর্তে একটি অনিয়ম ঢাকতে আরেকটি অনিয়ম এনা পরিবহনের ১২ লাখ টাকা ডাকাতির ঘটনায় নতুন মোড় মসজিদের খতিব ‘অপহরণে’ পুলিশের তদন্তে যা এলো সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ অবিলম্বে বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করলে কঠোর কর্মসূচীর হুমকি সাংবাদিকদের রায় ছিঁড়ে ক্ষমতার দাপট দেখানো সেই জেলা জজের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে

সঠিক সময়ে জাতীয় নির্বাচন না হলেও আগে গণভোট চায়: জামায়াত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৫:১৬:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / ১৩৪ Time View

প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

আগামী জাতীয় সংসদ নির্বাচন সঠিক সময়ে হবে বলে আশা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তবে নির্বাচন ‘কোনো কারণে পিছিয়ে গেলে’ জুলাই সনদের বাস্তবায়ন না হওয়ার ‘আশঙ্কায়’ আগেই গণভোট করার দাবি জানিয়েছেন তিনি।

বুধবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তাহের বলেন, ‘কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময়ে নাও হতে পারে, আমরা আশা করি, সঠিক সময়ে ইনশাআল্লাহ হবে, তখনও তো জুলাই সনদ তো আমাদের পাস করতে হবে। জুলাই সনদ তো একটা সংস্কারও। সুতরাং দুটোকে একসঙ্গে জুড়ে দেওয়াটা আমরা কোনোভাবেই সঠিক মনে করি না। এটা জুলাই সনদকে অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে পারে।’

জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আজ সকালে দলটির নেতাদের সঙ্গে কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার উপদেষ্টা ও ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট’ প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বাধীন সফররত প্রতিনিধিদলের বৈঠক হয়। বৈঠক শেষে এ ব্রিফিং করা হয়।

ব্রিফিংয়ে অবিলম্বে গণভোটের তারিখ ঘোষণার দাবি জানিয়ে তাহের বলেন, ‘ঐকমত্য কমিশন নির্বাচনের দিন বা এর আগে গণভোটের সুপারিশ করেছে সরকারের কাছে। জাতীয় নির্বাচনের আগে গণভোটই সঠিক সিদ্ধান্ত। কারণ গণভোট হবে সংস্কার প্রক্রিয়ার ওপর, আর জাতীয় নির্বাচন হবে রাষ্ট্রীয় ক্ষমতা নির্ধারণের জন্য। দুটোর চরিত্র আলাদা।’

তিনি আরও বলেন, ‘বিগত সময়ে ১৭ আর ২১ দিনের মাথায় দুটি গণভোট হয়েছে। এবারও নভেম্বরের প্রথম সপ্তাহে তারিখ ঘোষণা হলে মাসের শেষদিকে গণভোট হতে পারে। কারণ এতে জাতীয় নির্বাচনের মতো সময় লাগবে না। খুব বেশি খরচও হবে না।’

এর আগে এনসিসির (জাতীয় সাংবিধানিক কাউন্সিল) বিষয়ে সরকারকে দ্রুত একটি আদেশ দেওয়ার তাগিদ দেন তিনি।

গণভোটে ‘ভোটারের ঢেউ লেগে যাওয়ার’ আশা প্রকাশ করে তাহেল বলেন, ‘গণভোটে সংস্কার বিষয়ে ‘হ্যাঁ’ এর পক্ষে থাকা রাজনৈতিক দলগুলোই ভোটার নিয়ে আসবে। এছাড়া সময়ক্ষেপণের কৌশল করে যদি অন্য কিছুর দিকে যাওয়ার চেষ্টা করা হয়, তাহলে সব নির্বাচনের ওপরেই চাপ পড়ার আশঙ্কা থেকে যায়।

এর পাশাপাশি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবিও জানান এই জামায়াত নেতা। বলেন, ‘অনেকে এর বিরোধিতা করছে। তাদের নিয়ত নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।’

বৈঠকে কমনওয়েলথ প্রতিনিধিদলে আরও ছিলেন দিনুষা পণ্ডিতরত্ন, ন্যান্সি কানিয়াগো, সার্থক রায় ও ম্যাডোনা লিঞ্চ। জামায়াতের পক্ষে আরও উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ প্রমুখ।

এই বৈঠক ও ব্রিফিংয়ের কিছুক্ষণের মধ্যে জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশমালার ওপর প্রতিক্রিয়া ও আন্দোলনরত দলগুলোর পরবর্তী কর্মসূচি ঘোষণার জন্য’ এক সংবাদ সম্মেলনে কথা বলেন গোলাম পরওয়ার।

তিনিও তাহেরের সঙ্গে সুর মিলিয়ে অবিলম্বে নভেম্বরের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণার জন্য সরকারকে তাগিদ দেন। বলেন, ‘গণভোটের তারিখ ঘোষণায় যত দেরি হবে, জাতীয় নির্বাচন তত সংকটের মধ্যে পড়বে।’

ওই সংবাদ সম্মেলনে জামায়াতের সঙ্গে যুগপৎ আন্দোলন চালিয়ে আসা সমমনা অন্য সাতটি দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

সঠিক সময়ে জাতীয় নির্বাচন না হলেও আগে গণভোট চায়: জামায়াত

নিজস্ব প্রতিবেদক
Update Time : ০৫:১৬:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচন সঠিক সময়ে হবে বলে আশা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তবে নির্বাচন ‘কোনো কারণে পিছিয়ে গেলে’ জুলাই সনদের বাস্তবায়ন না হওয়ার ‘আশঙ্কায়’ আগেই গণভোট করার দাবি জানিয়েছেন তিনি।

বুধবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তাহের বলেন, ‘কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময়ে নাও হতে পারে, আমরা আশা করি, সঠিক সময়ে ইনশাআল্লাহ হবে, তখনও তো জুলাই সনদ তো আমাদের পাস করতে হবে। জুলাই সনদ তো একটা সংস্কারও। সুতরাং দুটোকে একসঙ্গে জুড়ে দেওয়াটা আমরা কোনোভাবেই সঠিক মনে করি না। এটা জুলাই সনদকে অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে পারে।’

জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আজ সকালে দলটির নেতাদের সঙ্গে কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার উপদেষ্টা ও ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট’ প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বাধীন সফররত প্রতিনিধিদলের বৈঠক হয়। বৈঠক শেষে এ ব্রিফিং করা হয়।

ব্রিফিংয়ে অবিলম্বে গণভোটের তারিখ ঘোষণার দাবি জানিয়ে তাহের বলেন, ‘ঐকমত্য কমিশন নির্বাচনের দিন বা এর আগে গণভোটের সুপারিশ করেছে সরকারের কাছে। জাতীয় নির্বাচনের আগে গণভোটই সঠিক সিদ্ধান্ত। কারণ গণভোট হবে সংস্কার প্রক্রিয়ার ওপর, আর জাতীয় নির্বাচন হবে রাষ্ট্রীয় ক্ষমতা নির্ধারণের জন্য। দুটোর চরিত্র আলাদা।’

তিনি আরও বলেন, ‘বিগত সময়ে ১৭ আর ২১ দিনের মাথায় দুটি গণভোট হয়েছে। এবারও নভেম্বরের প্রথম সপ্তাহে তারিখ ঘোষণা হলে মাসের শেষদিকে গণভোট হতে পারে। কারণ এতে জাতীয় নির্বাচনের মতো সময় লাগবে না। খুব বেশি খরচও হবে না।’

এর আগে এনসিসির (জাতীয় সাংবিধানিক কাউন্সিল) বিষয়ে সরকারকে দ্রুত একটি আদেশ দেওয়ার তাগিদ দেন তিনি।

গণভোটে ‘ভোটারের ঢেউ লেগে যাওয়ার’ আশা প্রকাশ করে তাহেল বলেন, ‘গণভোটে সংস্কার বিষয়ে ‘হ্যাঁ’ এর পক্ষে থাকা রাজনৈতিক দলগুলোই ভোটার নিয়ে আসবে। এছাড়া সময়ক্ষেপণের কৌশল করে যদি অন্য কিছুর দিকে যাওয়ার চেষ্টা করা হয়, তাহলে সব নির্বাচনের ওপরেই চাপ পড়ার আশঙ্কা থেকে যায়।

এর পাশাপাশি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবিও জানান এই জামায়াত নেতা। বলেন, ‘অনেকে এর বিরোধিতা করছে। তাদের নিয়ত নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।’

বৈঠকে কমনওয়েলথ প্রতিনিধিদলে আরও ছিলেন দিনুষা পণ্ডিতরত্ন, ন্যান্সি কানিয়াগো, সার্থক রায় ও ম্যাডোনা লিঞ্চ। জামায়াতের পক্ষে আরও উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ প্রমুখ।

এই বৈঠক ও ব্রিফিংয়ের কিছুক্ষণের মধ্যে জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশমালার ওপর প্রতিক্রিয়া ও আন্দোলনরত দলগুলোর পরবর্তী কর্মসূচি ঘোষণার জন্য’ এক সংবাদ সম্মেলনে কথা বলেন গোলাম পরওয়ার।

তিনিও তাহেরের সঙ্গে সুর মিলিয়ে অবিলম্বে নভেম্বরের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণার জন্য সরকারকে তাগিদ দেন। বলেন, ‘গণভোটের তারিখ ঘোষণায় যত দেরি হবে, জাতীয় নির্বাচন তত সংকটের মধ্যে পড়বে।’

ওই সংবাদ সম্মেলনে জামায়াতের সঙ্গে যুগপৎ আন্দোলন চালিয়ে আসা সমমনা অন্য সাতটি দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।